ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তি পেল নতুন দুই সিনেমা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
মুক্তি পেল নতুন দুই সিনেমা  সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম এবং আসিফ ইমরোজ ও অমৃতা খান

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশের ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল গ্রামীণ গল্পের দুই সিনেমা। এগুলো হলো ‘কথা দিলাম’ ও ‘মন দিয়েছি তারে’।

জানা গেছে, ১৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রকিবুল আলম রাকিব পরিচালিত ‘কথা দিলাম’। অন্যদিকে, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা ‘মন দিয়েছি তারে’ ১৫ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

‘কথা দিলাম’ সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম। বিডি২৯মাল্টিমিডিয়া নিবেদিত জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটির সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

এ সিনেমায় পাঁচটি গান রয়েছে। সবগুলো গানই লিখেছেন জসিম উদ্দিন আকাশ। গেয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস।

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে কথা দিলাম: চিত্রামহল (পুরান ঢাকা), বিজিবি অডি (ঢাকা), আনন্দ (ফার্মগেট, ঢাকা), সেনা অডি (সাভার), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), মর্ডান সিনেমা (দিনাজপুর), তামান্না সিনেমা (সৈয়দপুর), রাজিয়া সিনেমা (নাগরপুর), মাধবী সিনেমা (মধুপুর), রুনা সিনেমা (চালাকচর), স্বপ্নপুরী (শ্রীনগর), পূর্বাসা সিনেমা (শান্তাহার), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর)।

এদিকে, ‘মন দিয়েছি তারে’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ ও নায়িকা অমৃতা খান। সিনেমাটির  প্রযোজনা ও পরিবেশনা সংস্থা সামি বাণী চিত্র’র প্রযোজক মো: সাইফুল ইসলাম।

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মন দিয়েছি তারে’ সিনেমায় আরো অভিনয় করেছেন সুজাতা, সাগর, কাকন শাহা, সাদেক বাচ্চুসহ আরো অনেকে।

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে মন দিয়েছি তারে: নন্দিতা সিনেমা (সিলেট), সুগন্ধা সিনেমা (চট্রগ্রাম), সিনেমা প্লেস-(চট্রগ্রাম), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), মধুবন সিনেমা (বগুড়া), শংখ সিনেমা (খুলনা), সত্যবতী সিনেমা (শেরপুর), মোহন সিনেমা (হবিগঞ্জ), চন্দ্রিমা সিনেমা (শ্রীপুর, সাভার), মমতা সিনেমা (মাধবদী), গুলশান সিনেমা (নারায়ণগঞ্জ), চাঁদ মহল সিনেমা (কাঁচপুর), গীত সিনেমা (ঢাকা), আজাদ সিনেমা (ঢাকা), নিউ গুলশান সিনেমা (জিনজিরা)।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।