ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে কোক স্টুডিও বাংলার ‘সন্ধ্যাতারা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
আসছে কোক স্টুডিও বাংলার ‘সন্ধ্যাতারা’ সুনিধি নায়েক-শায়ান চৌধুরী অর্ণব

ঈদের আগেই প্রকাশ করা হয়েছিল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের অষ্টম গান ‘দেওয়ানা’। এবার মুক্তি পাচ্ছে নতুন গান ‘সন্ধ্যাতারা’।

গানটি যৌথভাবে গেয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও তার স্ত্রী সুনিধি নায়েক।

ক্ল্যাসিক্যাল গানের ওস্তাদেরা যেসব রাগ নিয়ে গান লিখতেন, সুর করতেন, সেগুলোকে বলা হয় ‘বন্দিশ’। হিন্দি, উর্দু, তামিল ইত্যাদি ভাষায় লেখা হয় বন্দিশগুলো। ‘সন্ধ্যাতারা’ গানের মাধ্যমে একটি জনপ্রিয় বন্দিশ গানের বাংলা অনুবাদ করা হয়েছে এবং কোক স্টুডিও বাংলা গানটির ফিউশন তৈরি করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে আরও জানা যায়, সুনিধি নায়েকের গাওয়া অংশটুকু ভিন্ন এক ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। গানের কম্পোজিশন করেছেন অদিত রহমান।  

শনিবার (০৮ জুলাই) রাত আটটায় কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে গানটি।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।