প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ দিয়েই বাজিমাত করেছিলেন অমিতাভ রেজা চৌধুরী। আবারও দর্শকের সামনে নতুন সিনেমা নিয়ে হাজির হলেন এই নির্মাতা।
শুক্রবার (২৪ জানুয়ারি) দেশের হলে মুক্তি পেয়েছে তার পরিচালিত ‘রিকশা গার্ল’।
রিকশা গার্লের গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে সে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে। জটিল হতে থাকে সিনেমার গল্প।
প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে। এখানে নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে রিকশা গার্ল তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনােয়। প্রযোজনা করেছেন এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজী। নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান।
করোনা মহামারির আগেই শেষ হয়েছিল সিনেমার শুটিং। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও বদলে যায় পরিকল্পনা। দেশে মুক্তি না দিলেও বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে রিকশা গার্ল।
এ পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে চলচ্চিত্রটি দেখানো হয়। অবশেষে বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।
একনজরে যেসব হলে প্রদর্শিত হচ্ছে রিকশা গার্ল: লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), শ্যামলী সিনেমা (ঢাকা), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), মম ইন (বগুড়া), রূপকথা সিনেমা (পাবনা), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং কমপ্লেক্স, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি ২), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার, মহাখালী), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড, চট্টগ্রাম)।
বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এনএটি