ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তেলেগু ভাষায় আসছে ধোনির প্রথম চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
তেলেগু ভাষায় আসছে ধোনির প্রথম চলচ্চিত্র

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির প্রথম সিনেমা প্রকাশ পেতে যাচ্ছে। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে সিনে দুনিয়ায় পা রেখেছেন তিনি।

এই ক্রিকেট তারকা ধোনি এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান করেছেন। আর তার স্ত্রী সাক্ষী সিং রাওয়াত তাতে প্রযোজকের দায়িত্ব পালন করছেন।

আগামী ২৮ জুলাই ধোনি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পেতে যাচ্ছে প্রথম সিনেমা ‘এলজিএম’, যেটির পুরো নাম ‘লেটস গেট ম্যারিড’। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে তেলেগু ভাষায়। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ ও ইভানা। এছাড়া এতে আরও অভিনয় করেছেন- নাদিয়া, যোগী বাবু, মির্চি বিজয় প্রমুখ। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রমেশ থামিলমানি।

ধোনি এন্টারটেইনমেন্ট বা চলচ্চিত্র প্রযোজনার বিষয়ে এতদিন সংবাদমাধ্যমে মুখ খোলেননি ধোনি ও সাক্ষী। অবশেষে চলচ্চিত্র নির্মাণের কাজ শেষ করেই বিষয়টি খোলাসা করলেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।