ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

নকুল কুমার পেলেন ২৬৩ ভোট, হারালেন জামানত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
নকুল কুমার পেলেন ২৬৩ ভোট, হারালেন জামানত

মাদারীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ৩ আসনে কৃষক-শ্রমিক-জনতালীগ থেকে নির্বাচনে অংশ নেওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস জামানত হারিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে গামছা প্রতীকে তিনি ২৬৩ ভোট পেয়েছেন।

কোনো আসনে পড়া মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ কারণে নকুল কুমার বিশ্বাসের জামানত বাজেয়াপ্ত হয়।  

সংসদ নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থীদের কাছ থেকে ২৫ হাজার টাকা করে জামানত নিয়ে থাকে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফল শেষে দেখা যায়, মাদারীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ৯৬ হাজার ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট। গামছা প্রতীকে নকুল কুমার বিশ্বাস পেয়েছেন ২৬৩ ভোট।

নকুল কুমার বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার আছে ১৯ লাখ। ফেসবুকে বিপুল সংখ্যক ফলোয়ার থাকার পরেও এত কম ভোট পাওয়ায় আশ্চর্য হয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

আতিকুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, তিনি ভালো কণ্ঠশিল্পী, অনেকের প্রিয়। তবে তার নির্বাচনে যাওয়া ঠিক হয়নি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান জানান, মাদারীপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনে নকুল কুমার বিশ্বাস ২৬৩ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।