ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘বাফটা’ পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
‘বাফটা’ পুরস্কার পেলেন যারা

বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘বাফটা’ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ৭৭তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর বসেছিল লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে।

সেখানে বাফটার মঞ্চেও জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের। মনোনয়নের মতো মূল আসরেও বাজিমাত করেছে তার ছবি ‘ওপেনহেইমার’। বাফটায় সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে বাজিমাত করেছে সিনেমাটি।

উল্লেখযোগ্য বিভাগে এবারের বাফটা অ্যাওয়ার্ডস যারা পেলেন-

সেরা ব্রিটিশ সিনেমা: দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা সিনেমা: ওপেনহেইমার
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান, ওপেনহেইমার
সেরা অভিনেতা: কিলিয়ান মার্ফি, ওপেনহেইমার
সেরা অভিনেত্রী: এমা স্টোন, পুওর সিংস

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহেইমার
সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভিন জয় র‍্যানডলফ, দ্য হোল্ডকভারস
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহেইমার
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: আমেরিকান ফিকশন
সেরা অ্যানিমেটেড সিনেমা: দ্য বয় অ্যান্ড দ্য হিরন
সেরা ভিজ্যুয়াল এফেক্ট: পুওর থিংস
সেরা বিদেশি ভাষার সিনেমা: দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা প্রামাণ্যচিত্র: ২০ ডেজ ইন মারিওপোল
সেরা সম্পাদনা: ওপেনহেইমার
সেরা সাউন্ড: দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা রূপসজ্জা: পুওর সিংস
সেরা উদীয়মান তারকা: মিয়া ম্যাককেনা বুশ

সূত্র: দ্য গার্ডিয়ান ও বিবিসি

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।