ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মনির খানের কণ্ঠে ‘বন্যা’ নিয়ে গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
মনির খানের কণ্ঠে ‘বন্যা’ নিয়ে গান

আলম আরা মিনু, ফারজানা মিলি, গোলাম সারোয়ার ও মনির খান সমবেত কণ্ঠে ২০০৭ সালে গেয়েছিলেন ‘বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে’। এবার নতুন করে মনির খানের একক কণ্ঠে প্রকাশিত হলো গানটি।

এ গানটি লিখেছেন আমিরুল ইসলাম। সুর ও সংগীত করেছেন গোলাম সারোয়ার। গানটি শোনা যাবে মনির খানের ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’-এ।

মনির খান বলেন, আগে সমবেত কণ্ঠে গানটি গেয়েছিলাম। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গিয়ে বানভাসি মানুষের দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখে এই গীতিকবিতার সঙ্গে হুবুহু মিল খুঁজে পাই। তাই নতুনভাবে একক কণ্ঠে গেয়ে গানটি উপহার দিলাম। গানটি শুনলে, আশা করছি ভালো লাগবে সবার।  

গান প্রসঙ্গে গীতিকার আমিরুল ইসলাম বলেন, এই গানের কথায় বন্যা কবলিত মানুষের সীমাহীন দুঃখ, কষ্ট, ক্ষুধা, মৃত্যু, আর্তনাদ ও হাহাকারের চিত্র ফুটে উঠেছে। সব স্তরের মানুষের কাছে এটি একটি মানবিক আবেদন যেন তারা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।  

তিনি আরো বলেন, গানটি দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। গানটি নতুন করে গাওয়ার জন্য শিল্পী মনির খানকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।