সোশ্যাল মিডিয়ায় কবিতা শেয়ার করে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার মুখে বিগ বি অমিতাভ বচ্চন। তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন জগবীর রাঠি নামে এক ব্যক্তি।
জগবীরের অভিযোগ, তার লেখা একটি কবিতা শেয়ার করেছেন বলিউড শাহেনশাহ, কিন্তু নাম দিয়েছেন অন্য কারও। আর তাই এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত বছর খানেক আগে। বিগ বি’র টুইটারে বিকাশ দুবে নামে তার এক অনুরাগী একটি কবিতা শেয়ার করেছিলেন। পরে তিনি নিজের সোশ্যাল সাইটে কবিতাটি শেয়ার করেন। নাম দেন তার ওই অনুরাগীর।
এদিকে, নিজের কবিতা চিনতে পেরে অমিতাভের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন জগবীর। কিন্তু বছর ঘুরে গেলেও, টুইটার বা অন্য কোনো উপায়ে তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাই বাধ্য হয়ে অমিতাভের বিরুদ্ধে এ অভিযোগ এনে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন জগবীর।
টাকা দেওয়ার জন্য বিগ বি-কে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। অমিতাভকে এ ব্যাপারে আইনি নোটিশ দেওয়ার পরিকল্পনাও করেছেন তিনি।
আইনি নোটিশ অমিতাভের কাছে পৌঁছানোর পরই এ ব্যাপারে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
তবে অনুরাগীর নাম দিয়ে কবিতা শেয়ার করে বিগ বি আদৌ কোনো দোষ করেছেন কি না, সে নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে জগবীরের এত বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, সে নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৫
বিএসকে/এসএস