শতভাগ জৈব পদ্ধতির কৃষিতে সময়ের তাগিদেই মানুষকে উদ্বুদ্ধ করছে যুক্তরাজ্য তথা ইউরোপ। তাই চ্যানেল আইয়ের কৃষি বিষয়ক গণমাধ্যম কার্যক্রম ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি এবার সাজানো হয়েছে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ অর্গানিক কৃষি উৎপাদন প্রতিষ্ঠান স্কটল্যান্ডের উইটমোর খামারের সরেজমিন চিত্র নিয়ে।
নানা প্রতিকূলতা পেরিয়ে কীভাবে বিশাল আকারের একটি অর্গানিক খামার পরিচালনা করা সম্ভব হচ্ছে তা নিয়ে কথা বলেছেন উইটমোর খামারের অন্যতম উদ্যোক্তা হেদার এন্ডারসন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ। ৩০ মে রাত ৯টা ৫০ মিনিটে পর্বটি প্রচার হবে।
বাংলাদেশ সময় : ১৪০৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এমকে/জেএইচ