মৌটুসী বিশ্বাস। ২৯ মে তার অভিনীত ছবি ‘ইউটার্ন’ মুক্তি পেয়েছে।
বাংলানিউজ: ‘ইউটার্ন’ ছবিতে আপনার চরিত্র কেমন ?
মৌটুসী বিশ্বাস : এ ছবিতে আমার চরিত্রের নাম তমা। গল্পে আমি একজন চলচ্চিত্র প্রযোজক ও ডনের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সবসময় বডিগার্ড নিয়ে চলে মেয়েটা। আর কাউকে ভয় পায় না।
বাংলানিউজ : এই ছবিতে আপনাকে কতক্ষানি সময় ধরে দর্শকরা দেখবেন ?
মৌটুসী বিশ্বাস : শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলেই তো জানি। আর এ ছবিতে আমার নায়ক ইরফান সাজ্জাদ।
বাংলানিউজ : ছবির পোস্টারে আপনার ছবি ব্যবহার করা হয়নি কেনো ?
মৌটুসী বিশ্বাস : এটা এ ছবির প্রযোজক ও পরিচালক জানেন। আর এটা নিয়ে আমার কোনো দু:খ নেই। কারণ আমি শুধু অভিনয়টাকে ভালোবাসি। তাই ব্যবসা ও রাজনীতি বুঝি না। শুধু অভিনয়টা ঠিকঠাক করতে পারলেই আমি খুশি। ছবি দেখে যদি আমার অভিনয় নিয়ে দর্শকরা ভালোকিছু বলে তাহলেই আমি স্বার্থক।
বাংলানিউজ : আজ আরিফিন শুভর সঙ্গে আপনার ‘যৌথ সুর’ নামে একটা নাটকও প্রচার হবে। এটা নিয়ে বলুন ?
মৌটুসী বিশ্বাস : এটা সম্ভবত শুভ অভিনীত টিভিতে শেষ নাটক ছিল। এখানে আমার চরিত্রের নাম শিউলি। দাম্পত্য জীবনের নানা ঘটনা নিয়ে নাটকের গল্প। দুই-তিন বছর আগে এর কাজ করেছিলাম। আশা করছি, দর্শকরা পছন্দ করবে কাজটি।
বাংলানিউজ : ‘ইউটার্ন’ ছবি নিয়ে প্রত্যাশা কি ?
মৌটুসী বিশ্বাস : দর্শক দেখে বলবে কেমন হয়েছে ছবিটি। আমি তো অভিনয় করেছি মাত্র, আমার বলাটা ঠিক হবে না।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এমকে/