ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমেরিকায় সাংবাদিকদের সামনে শুভ

এ. এইচ. চৌধুরী, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ৩, ২০১৫
আমেরিকায় সাংবাদিকদের সামনে শুভ

বাংলাদেশের পর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’। এ উপলক্ষে ২ জুন জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এর কলাকুশলীরা স্থানীয় সাংবাদিকদের সামনে হাজির হন।

এখানে ছিলেন ছবিটির নায়ক আরিফিন শুভ। তিনি সবাইকে ‘ছুঁয়ে দিলে মন’ দেখার আহ্বান জানান। তার কথায়, ‘ভালো ছবি উপহার দিয়ে বাংলা ভাষাভাষী দর্শকদের হলমুখী করতে পারলে আমাদের কষ্ট সার্থক হবে। ভবিষ্যতে এমন আরও ভালো ছবি উপহার দেওয়ার চেষ্টা থাকবে আমাদের। এজন্য প্রবাসীদের সহযোগিতা খুব দরকার। প্রবাসীরা বাংলাদেশি ছবি বেশি বেশি দেখলেই এটা সম্ভব। ’

এর আগে সাংবাদিক হাসানুজ্জামান সাকীর উপস্থাপনায় শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই আমেরিকায় পরিবেশনার দায়িত্বে থাকা ডিজিটাল ওয়ান মিডিয়ার স্বত্ত্বাধিকারী জাকারিয়া মাসুদ জিকো বলেন, ‘প্রবাসে বাংলাদেশের ছবির দর্শক সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এই ধারাবহিকতায় ভবিষ্যতে বাংলাদেশের সুস্থধারার চলচ্চিত্রের নিয়মিত প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হবে। ’

লাইফস্টাইল ম্যাগাজিন কালারস-এর আয়োজনে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে চলবে ‘ছুঁয়ে দিলে মন’। প্রথম প্রদর্শনীটি হবে এস্টোরিয়ার ক্লাব সনমে ৫ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায়, অপরটি জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে ৭ জুন বিকেল ৩টায়। দুই জায়গাতেই আরিফিন শুভ সরাসরি কথা বলবেন দর্শকদের সঙ্গে। জ্যাকসন হাইটসের ডিজিটাল ওয়ান-এ (৭২-৩০, রুজভেল্ট এভিনিউ, ফোন: ৭১৮-৩৯৬-৪৮৯০) ছবির টিকিট পাওয়া যাবে । এ ছাড়া দুটি প্রদর্শনীর আগে থিয়েটার হলেও টিকেট পাওয়া যাবে।

‘ছুঁয়ে দিলে মন’ মুক্তি পায় গত ১০ এপ্রিল। শিহাব শাহীনের নিজের প্রতিষ্ঠান মনফড়িংয়ের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছে এশিয়াটিক ধ্বনিচিত্র। শুভর পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মিশা সওদাগর, আলীরাজ, ইরেশ যাকের, সুষমা সরকার ও নওশাবা। সংগীত পরিচালনায় হাবিব ও সাজিদ সরকার। গেয়েছেন হাবিব, শাওন, ইমরান, কনা, তাহসান ও সাকিলা সাকি।

বাংলাদেশ সময় : ১৬০৮ ঘণ্টা, জুন ৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।