কান উৎসবের কথা। লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে ঐশ্বরিয়া রাই বচ্চন সেখানে যাবেন, হাঁটবেন লালগালিচায়।
‘জাজবা’য় অপহৃত হওয়া মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। শব্দসজ্জার সুবাদে সাত মিনিটের ওই দৃশ্যে অ্যাশের অভিনয় নতুন মাত্রা পেয়েছে বলে শব্দসজ্জাকার রেসুল পুকুট্টির ভূয়সী প্রশংসা করেন পরিচালক। ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর মায়ের ভূমিকায় অভিনয় দেখে কানে জার্মান এক সমালোচকের চোখে জল চলে এসেছিলো। আমেরিকান আর ইউরোপীয় সমালোচকরাও মুগ্ধ।
জানা গেছে, আগামী সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমের জন্য একটি প্রেক্ষাগৃহে সাত মিনিটের দৃশ্যটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। ছবিটি মু্ক্তি পাবে আগামী ৮ অক্টোবর।
এদিকে কানে গত ১৯ মে ভারতীয় প্যাভিলিয়নে ঢুকতে গিয়ে ঐশ্বরিয়াকে নীল রঙা পাস না থাকায় ২০ মিনিট দাঁড় করিয়ে রাখার যে গুঞ্জন উঠেছে তা মিথ্যা বলে উল্লেখ করেছেন তার প্রতিনিধি অর্চনা সদানন্দ।
বাংলাদেশ সময় : ২২৩২ ঘণ্টা, জুন ৩, ২০১৫
জেএইচ