ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবার লালন সাঁইয়ের ‘বারামখানা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জুন ৪, ২০১৫
আবার লালন সাঁইয়ের ‘বারামখানা’

এ দেশে সবকিছু নিয়ে যেরকম রাজনীতি আর বাণিজ্য হয়, লালন সাঁইও যেন তার  শিকার! যে ধর্ম নিরপেক্ষতা তার ভিত্তি, সেই লাল- দর্শন কী আজ ধর্ম, রাজনীতি আর বাণিজ্যের অশুভ চক্রে পড়ে তার মূল থেকে দূরে সরে যাচ্ছে না? এসব প্রশ্ন উঠে এসেছে থিয়েটারের ৪১তম প্রযোজনা ‘বারামখানা’য়।

অনেকদিন পর আবার নাটকটির প্রদর্শনী হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মূলমঞ্চে রয়েছে নাটকটির ৩২তম মঞ্চায়ন।

লালন সাঁইয়ের নাটকীয় জীবনকে আশ্রয় করে সাজানো নাটকটিতে তাকে তুলে ধরা হয়েছে একটি প্রতীক হিসেবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস অনুপ্রাণিত ‘বারামখানা’ লিখেছেন পান্থ শাহরিয়ার, নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার।

নাটকটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, পরেশ আচার্র্য্য, রাশেদুল আওয়াল শাওন, তামান্না ইসলাম, শেকানুল ইসলাম শাহী, আপন আহসান প্রমুখ।

‘বারামখানা’ ইতিমধ্যে কলকাতায় ব্রাত্যজন নাট্যমেলায় মঞ্চস্থ হয়েছে এবং দর্শকদের ভূয়সী প্রশংসা পেয়েছে।

বাংলাদেশ সময় :  ০১২০ ঘণ্টা, জুন ৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।