ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মায়া’য় রানী, নয়তো স্বস্তিকা বা লকেট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, জুন ৪, ২০১৫
‘মায়া’য় রানী, নয়তো স্বস্তিকা বা লকেট রানী মুখার্জি, স্বস্তিকা ও লকেট

‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-এর পর আবার চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন পরিচালক মাসুদ পথিক। তার এবারের ছবির নাম ‘মায়া’।

এতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে রানী মুখার্জিকে।

বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ অবলম্বনে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। পথিক জানান, একাত্তরের প্রেক্ষাপটে নির্মিত এ ছবির মূলগল্প গড়ে ওঠেছে কলকাতায় বেড়ে ওঠা এক নারীকে কেন্দ্র করে। এ চরিত্রের জন্য প্রাথমিকভাবে রানীর সঙ্গে কথা বলেছেন তিনি।

অবশ্য রানীকে না নিতে পারলে যুতসই বিকল্প হিসেবে লকেট চট্টোপাধ্যায় অথবা স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা ভাবা হচ্ছে। শিগগিরই পরিচালকের কলকাতায় যাওয়ার কথা রযেছে। তিনি বলেন, ‘আমার গল্পের সঙ্গে রানী মুখার্জিই সবচেয়ে বেশি মানানসই। যেভাবেই হোক তাকে নিয়ে কাজটি করতে চাইবো। যদি না হয় তাহলে লকেট বা স্বস্তিকাকে নেওয়ার ইচ্ছে আছে। তাদের বাইরে আপাতত যাচ্ছি না। চলতি বছরের নভেম্বরে এর কাজ শুরু করতে পারবো আশা আছে। ’

বাংলাদেশ সময় : ০২৩৫ ঘণ্টা, জুন ৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।