ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘কে-পোপ কনটেস্ট ২০১৫’র বাছাই পর্ব শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুন ৪, ২০১৫
‘কে-পোপ কনটেস্ট ২০১৫’র বাছাই পর্ব শনিবার

ঢাকা: বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচির অংশ হিসেবে কোরিয়ান দূতাবাসের আয়োজনে ‘কে-পোপ কনটেস্ট ২০১৫’র বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৩টি দল।

শনিবার (০৬ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফাইন আর্ট মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



কোরিয়ান দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩টি দলের মধ্যে রয়েছে নাচ ও আবৃত্তি শিল্পীদের দল। এদের মধ্যে বিজয়ী দল কোরিয়া ভ্রমণ ও সেখানে ‘কে-পোপ গ্লোবাল কনটেস্ট ২০১৫’র ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে।

বাংলাদেশের বাছাই পর্বে প্রথম পুরস্কার হিসেবে স্যামসাং গালাক্সি এস৬, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার স্যামসাং স্মার্টফোন ও ডিজিটাল ক্যামেরা দেওয়া হবে। এছাড়া অপর অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও কোরিয়ান রাষ্ট্রদূত এইচ ই লি ইয়ুন ইয়াং উপস্থিত থাকবেন।   
 
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।