এমা স্টোনকে দেখলে কারোরই বুঝতে অসুবিধা হবে না তিনি পশ্চিমা মেয়ে। ত্বক আর মুখের অবয়ব সবদিক দিয়েই মার্কিন ছায়া বিদ্যমান।
চরিত্রটিতে এমাকে নেওয়ার সিদ্ধান্তটা পরিচালক ক্যামেরন ক্রো’র। যারা এটা মেনে নিতে পারেননি, নিজের ব্লগে তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তার ভাষ্য, ‘কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিলো না আমার। এটা ঠিক চরিত্রটি বাস্তব-আধারিত। ’
তবে ইতিবাচক দিকও উল্লেখ করেছেন ক্যামেরন। তার বয়ান, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি, ছবিটিতে আমরা প্রচুর এশীয়-আমেরিকান, হাওয়াইয়ান এবং প্যাসিফিক আইল্যান্ডের অধিবাসীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। ক্যামেরার সামনে এবং পেছনে দুর্দান্ত কাজ করেছেন তারা। ’
‘অ্যালোহা’য় এমার সহশিল্পী ব্র্যাডলি কুপার, র্যাচেল ম্যাকঅ্যাডামস, বিল মারে, অ্যালেক ব্যাল্ডউইন।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জুন ৬, ২০১৫
বিএসকে/জেএইচ