ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিতর্ক নিয়ে প্রস্তুত অস্কার মঞ্চ

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিতর্ক নিয়ে প্রস্তুত অস্কার মঞ্চ

অপেক্ষা করছে সাসপেন্স ও চমক! ‘অস্কারস সো হোয়াইট’ বিতর্ক নিয়েই আর কয়েক ঘণ্টা পর হলিউডের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকালো আসর। টানা দ্বিতীয় বছরের মতো অভিনয়শিল্পী বিভাগে মনোনীত ২০ জনই শ্বেতাঙ্গ হওয়ায় বিতর্কের ঝড় বইছে।



হলিউড অভিনেতা উইল স্মিথ ও পরিচালক স্পাইক লি অস্কার বর্জনের ঘোষণা দিয়েছেন। নাগরিক অধিকার নেতা আল শার্পটন ডলবি থিয়েটারে কাছে বিক্ষোভ ডেকেছেন। এ ছাড়া মার্কিনিদেরকে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার চলাকালে টিভি চালু না করার আহ্বান জানিয়েছেন তিনি। ‘অস্কারস সো হোয়াইট’ হ্যাশট্যাগের উদ্যোক্তা ব্রডওয়ে ব্ল্যাক ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক এপ্রিল রেইন গত ২৭ অক্টোবর জানিয়েছেন, তিনি অনুষ্ঠান দেখবেন না। এ সময় ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তিন কৃষ্ণাঙ্গ অভিনেতার ছবি ‘দ্য উড’ উপভোগ করবেন তিনি।

কৃষ্ণাঙ্গরা অবহেলিত থাকায় সবার নজর উপস্থাপক কমেডিয়ান-অভিনেতা ক্রিস রকের দিকে। শ্বেতাঙ্গদের জয়জয়কারের এ আসরে কান্ডারি যে তিনিই! স্পষ্টভাষী এই কৃষ্ণাঙ্গ তারকা হলিউডের বৈচিত্র সমস্যাকে কীভাবে তুলে ধরেন, কিংবা তুলোধুনা করেন কি-না তা দেখতে কৌতূহলী সবাই।

ভ্যারাইটি পত্রিকার অ্যাওয়ার্ডস সম্পাদক টিম গ্রে রয়টার্সকে বলেছেন, ‘আমার মনে হয়, ক্রিস রক কৃষ্ণাঙ্গদের উপেক্ষিত থাকাটা গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। এবারের অনুষ্ঠানজুড়ে থাকবে সেই ছায়া। এটাই অ্যাকাডেমির প্রয়োজন। ’ বলাবাহুল্য, নারী ও সংখ্যালঘুদের উপস্থিতি আরও বাড়িয়ে বৈচিত্রের ঘাটতি কমানোর জন্য চাপ রয়েছে অ্যাকাডেমির ওপর।

অস্কারের অন্য উপস্থাপকদের মতো ক্রিস রক কোনো সাক্ষাৎকার দেননি। এমন ঘটনা এবারই প্রথম ঘটলো। অনুষ্ঠানে তিনি ঠিক কী করতে যাচ্ছেন তার কোনো আভাসই দেননি। শুধু ২৬ ফেব্রুয়ারি টুইটারে লিখেছেন, ‘রোববার দেখা হবে, কালোহীন অস্কারে!’

এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে লালগালিচায়। এখনও লালগালিচা ঢেকে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে। কারণ শতাধিক সংবাদকর্মীর আনাগোনা আছে সেখানে। বড় বড় সোনালি মূর্তিগুলোতে কিঞ্চিৎ ময়লা থাকলেও তা মুছে ফেলা হচ্ছে। শনিবার থেকে ডলবি থিয়েটারের সামনের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে ও আশপাশের এলাকায় পাস ছাড়া যাতায়াত করতে পারছেন না কেউই। তারকাদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য রাখা হয়েছে ১ হাজার পুলিশ।

অনুষ্ঠানের দুই প্রযোজক ডেভিড হিল ও রেজিনাল্ড হাডলিন আশা করছেন, বিজয়ীরা ধন্যবাদ জ্ঞাপনে সময় নষ্ট করবেন না। সাড়ে তিন ঘণ্টার এই আয়োজনে গতি রাখতে এর বিকল্প নেই বলে মনে করছেন তারা। বিজয়ীদেরকে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখার আহ্বান জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। বিজয়ীরা যদি নিজ নিজ প্রতিনিধি, ব্যবস্থাপক, পরিচালক কিংবা বন্ধুদের ধন্যবাদ দিতে চান তাহলে তা দেখানো হবে টিভি পর্দায়।

এবারের আয়োজনের ‘দ্য হান্টিং গ্রাউন্ড’ প্রামাণ্যচিত্রের ‘টিল ইট হ্যাপেন্স টু ইউ’ গানটি গাইবেন লেডি গাগা। জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এর ‘রাইটিংস অন দ্য ওয়াল’ পরিবেশন করবেন স্যাম স্মিথ। কানাডিয়ান র‌্যাপার দ্য উইকেন্ড গেয়ে শোনাবেন ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবির ‘আর্নড ইট’। থাকছে ফু ফাইটার্স ব্যান্ডের গায়ক ডেভ গ্রোলের বিশেষ পরিবেশনা।

বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেবেন বিখ্যাত তারকারা। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও আছেন এ তালিকায়। গতবারের সেরা অভিনেত্রী জুলিয়ান মুর দেবেন সেরা অভিনেতাকে, সেরা অভিনেতা এডি রেডমেইন দেবেন সেরা অভিনেত্রীকে, সেরা পার্শ্ব অভিনেতা জে.কে সিমন্স দেবেন সেরা পার্শ্ব অভিনেত্রীকে আর গতবারের সেরা পার্শ্ব অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট পুরস্কার তুলে দেবেন এবারের সেরা পার্শ্ব অভিনেতাকে।

ডলবি থিয়েটারে ৩ হাজার ৩০০টি আসনে কে কোথায় বসবেন তা নাম লিখে উল্লেখ করে দেওয়া হয়েছে। কালোদের গুরুত্ব না দেওয়া সৃষ্ট বিতর্কের মাঝেও দুনিয়া কাঁপানো তারাদের মেলা ঠিকই বসবে এখানে। অন্তত জৌলুসের কমতি থাকবে না। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এ আয়োজন। বাংলাদেশে দেখা যাবে স্টার মুভিজে।

* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।