ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি শারমীন ওবায়েদ-চিনয়

পাকিস্তানে কোনো পরিবারের জন্য কাউকে বিশেষ করে মেয়েদেরকে অসম্মানের মনে করা হলে, তাকে মেরে ফেলে আত্মীয়স্বজনরা। এটাই সংস্কৃতি! এমন পরিস্থিতিতে পড়েও বেঁচে যাওয়া আঠারো বছর বয়সী তরুণীকে ঘিরে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র 'অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস'।



৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র হয়েছে এটাই। পুরস্কার হাতে নিয়ে এর নির্মাতা ৩৭ বছর বয়সী শারমীন ওবায়েদ-চিনয় বলেন, 'আমার এ ছবি দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সপ্তাহে জানিয়েছেন, মেয়েদেরকে জেনেশুনে হত্যা প্রতিরোধে আইন পরিবর্তন করবেন। এটাই ছবির শক্তি। '

চার বছর আগে প্রথমবার অস্কার জেতেন পাকিস্তানি-কানাডিয়ান নাগরিক শারমিন। ওইবার এসিড আক্রান্ত মেয়েদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র 'সেভিং ফেস' বানিয়ে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে সেরা হন তিনি।

ইংরেজি ও পাঞ্জাবি ভাষায় নির্মিত 'অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস' এইচবিও চ্যানেলে প্রিমিয়ার হয় গত বছরের ২৮ অক্টোবর। ওইদিনই মুক্তি পায় ৪০ মিনিট ব্যাপ্তির ছবিটি। এর পরিবেশক করাচির এসওসি ফিল্ম।  

অস্কারের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে এবার আরও মনোনয়ন পেয়েছে 'বডি টিম টুয়েলভ', 'চাউ বিয়ন্ড দ্য লাইন্স', 'ক্লদ ল্যাঞ্জম্যান: স্পেক্টরস অব দ্য শোয়াহ', 'লাস্ট ডে অব ফ্রিডম'।

* অবশেষে অস্কার জিতলেন ডিক্যাপ্রিও
* অস্কারে সেরা ছবি ‘স্পটলাইট’
* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বাংলাদেশ সময় : ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।