ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কার গেলো হাঙ্গেরিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
অস্কার গেলো হাঙ্গেরিতে লাজলো নেমেস

কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরে দু’দুটি পুরস্কার জিতে সাড়া ফেলেছিলো, এবার অস্কারও জিতলো লাজলো নেমেসের ‘সান অব সাউল’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের বিভাগে পুরস্কার পেয়েছে হাঙ্গেরির ছবিটি।



এর আগে গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস, ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস জিতে এগিয়ে ছিলো ‘সান অব সাউল’। এতে তুলে ধরা হয়েছে নাৎসি গণহত্যার চিত্র। এর গল্প এক ইহুদিকে ঘিরে। ১৯৪৪ সালের অশউইৎজ বন্দিশিবিরে তাকে বন্দিদের লাশ পোড়ানোর জন্য বাধ্য করা হয়। লাশগুলোর মধ্যে একজনকে সে নিজের হারিয়ে যাওয়া পুত্র হিসেবে ধরে নেয়। তাই তাকে ধর্মীয় রীতিতে চিরনিদ্রায় শায়িত করতে চায় ওই ইহুদি।  

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে এবার আরও মনোনয়ন পেয়েছে ডেনমার্কের ‘অ্যা ওয়ার’, কলম্বিয়ার ‘এমব্রেস অব দ্য সার্পেন্ট’, ফ্রান্সের ‘মাস্ট্যাং’ ও জর্ডানের ‘থিব’।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা ক্রিস রক। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

* আবার ইনারিতু সেরা
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* ২৭ বছরে অস্কার জিতলেন অ্যালিসিয়া ভিক্যান্ডার
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* বিতর্ক নিয়ে প্রস্তুত অস্কার মঞ্চ

বাংলাদেশ সময় : ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।