ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাংবাদিকতার ছবিই সেরা অস্কারে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
সাংবাদিকতার ছবিই সেরা অস্কারে অস্কার মঞ্চে ‘স্পটলাইট’ ছবির কলাকুশলীরা

শেষে এসে দেখা গেলো চমক! 'দ্য রেভেন্যান্ট' ও 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড' ছবি দুটির দৌরাত্ম্য দেখা গেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে। তবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে চমকে দিয়েছে টম ম্যাককার্থি পরিচালিত ‘স্পটলাইট’।



বাংলাদেশ সময় সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিজয়ী ছবির নাম ঘোষণা করা হয়।  এর গল্প দ্য বোস্টন গ্লোব পত্রিকার স্পটলাইট টিমকে ঘিরে। বোস্টনে ব্যাপক শিশু যৌন নির্যাতন নিয়ে অনুসন্ধান চালায় তারা।

সত্যিকারের স্পটলাইট টিমের ধারাবাহিক গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।  এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাইকেল কিটন, মার্ক রাফালো, র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, লিভ শ্রেইবার, জন স্ল্যাটারি, ব্রায়ান ডি’আর্চি, বিলি ক্রুডুপ, স্ট্যানলি টুচি প্রমুখ।

গোল্ডেন গ্লোব আর বাফটা জেতায় এবারের আসরে সেরা চলচ্চিত্র বিভাগে ‘দ্য রেভেন্যান্ট’ই সেরা হতে যাচ্ছে বলে আশা করা হয়েছিলো। তবে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড আর অস্কারের একদিন আগে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস জিতে হিসেব পাল্টে যাওয়ার আভাস দিয়ে রেখেছিলো ‘স্পটলাইট’। সেটাই সত্যি হলো।

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত অন্য ছয়টি ছবি হলো ‘দ্য বিগ শর্ট’, স্টিভেন স্পিলবার্গের ‘ব্রিজ অব স্পাইস’, ‘ব্রুকলিন’, জর্জ মিলারের ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’, রিডলি স্কটের ‘দ্য মার্শিয়ান’ এবং ‘রুম’।  

* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।