ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবারের অস্কার বিজয়ীদের তালিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এবারের অস্কার বিজয়ীদের তালিকা (বাঁ থেকে) মার্ক রাইল্যান্স, ব্রি লারসন, লিওনার্ডো ডিক্যাপ্রিও ও অ্যালিসিয়া ভিক্যান্ডার

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসর হয়ে গেলো বাংলাদেশ সময় সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই আয়োজন উপস্থাপনা করেন মার্কিন কমেডিয়ান-অভিনেতা ক্রিস রক।

এক নজরে জেনে নিন এবারের বিজয়ীদের নাম।

সেরা চলচ্চিত্র: স্পটলাইট
পরিচালক: আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু (দ্য রেভেন্যান্ট)
অভিনেতা: লিওনার্ডো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)
অভিনেত্রী: ব্রি লারসন (রুম)
পার্শ্ব অভিনেতা: মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইস)
পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসিয়া ভিক্যান্ডার (দ্য ডেনিশ গার্ল)
চিত্রনাট্য (মৌলিক): স্পটলাইট (টম ম্যাককার্থি, জশ সিঙ্গার)
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): দ্য বিগ শর্ট (অ্যাডাম ম্যাককে, চার্লস র্যানডলফ)
পোশাক পরিকল্পনা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (জেনি বিভ্যান)
শিল্প নির্দেশনা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (কলিন গিবসন, লিসা থম্পসন)
রূপসজ্জা ও চুলসজ্জা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (লেসলি ভ্যান্ডারওয়াল্ট, এলকা ওয়ারডেগা, ড্যামিয়েন মার্টিন)
চিত্রগ্রহণ : ইমানুয়েল লুবেজকি (দ্য রেভেন্যান্ট)
চলচ্চিত্র সম্পাদনা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (মার্গারেট সিক্সেল)
শব্দ সম্পাদনা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (মার্ক ম্যাঙ্গিনি, ডেভিড হোয়াইট)
শব্দ মিশ্রণ: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (ক্রিস জেনকিন্স, গ্রেগ রুডলফ, বেন ওসমো)
স্বল্পদৈর্ঘ্য ছবি (অ্যানিমেটেড): বিয়ার স্টোরি (গ্যাব্রিয়েল ওসোরিও, প্যাটো এসক্যালা)
অ্যানিমেটেড ছবি: ইনসাইড আউট
ভিজ্যুয়াল ইফেক্টস: এক্স মেকিনা (অ্যান্ড্রু হোয়াইটহার্স্ট, পল নরিস, মার্ক আর্ডিংটন, সারা বেনেট)
প্রামাণ্যচিত্র (ফিচার): অ্যামি
বিদেশি ভাষার ছবি: সান অব সাউল (হাঙ্গেরি)
মৌলিক সুর সংযোজন: এনিও মোরিকন (দ্য হেইটফুল এইট)
মৌলিক গান: রাইটিংস অন দ্য ওয়াল (স্যাম স্মিথ, ছবি: স্পেক্টর)
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস (শারমিন ওবায়েদ-চিনয়)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: স্টাটারার

* অবশেষে অস্কার জিতলেন ডিক্যাপ্রিও
* অস্কারে সেরা ছবি ‘স্পটলাইট’
* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর

বাংলাদেশ সময় : ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।