ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেশের বাইরে যাবে ‘ঢাকা অ্যাটাক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
দেশের বাইরে যাবে ‘ঢাকা অ্যাটাক’

দৃশ্যধারণ শুরুর আগে থেকে আলোচনা তৈরি হয়েছে আরিফিন শুভ ও মাহিয়া মাহি জুটির ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে। দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলারটির শুটিং এখনও শেষ হয়নি।

এরই মধ্যে দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন সংশ্লিষ্টরা।

‘ঢাকা অ্যাটাক’-এর পরিচালক দীপঙ্কর দীপন জানান, কয়েকটি দেশে ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে কথা চলছে। এর মধ্যে মালয়েশিয়ার পরিবেশনা প্রতিষ্ঠান কিউ-প্লেক্সের সঙ্গে এ সম্পর্কিত চুক্তি হয়েছে। পাশাপাশি ইন্দোনেশিয়া,  অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ব্রুনাই প্রভৃতি দেশের পরিবেশকদের সঙ্গেও কথা চলছে।

এদিকে ছবিটির মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। গত ২১ মার্চ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ছবিটির প্রযোজক কাওসার আহম্মেদ।

শুভ ও মাহির পাশাপাশি এতে আরও অভিনয় করছেন আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন প্রমুখ। ‘ঢাকা অ্যাটাক’-এর চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত ছবিটি প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।