ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইমনের ভৌতিক অভিজ্ঞতা! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
ইমনের ভৌতিক অভিজ্ঞতা!  ইমন, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

“ঈদের দুই দিন পর শুটিংয়ে গিয়েছিলাম নবাবগঞ্জের একটি বাড়িতে। বেশ পুরনো ওই বাড়িটিতে ঢুকলেই গা ছমছম করে উঠছিলো।

একটি ভৌতিক গল্পের নাটকে অভিনয় করতে গিয়ে জানলাম বাড়িটি ভুতুড়ে! হঠাৎ রাতে জেনারটর বন্ধ হয়ে গিয়েছিলো। অন্ধকার বাড়িতে এভাবেই কাটলো এক ঘণ্টা। রীতিমতো ভৌতিক অভিজ্ঞতাই হলো”- বৃহস্পতিবার (১৪ জুলাই) বাংলানিউজের সঙ্গে আলাপে কথাগুলো বলছিলেন চিত্রনায়ক ইমন।

একটি বিদেশি গল্প অবলম্বনে তৈরি হয়েছে ভৌতিক নাটক ‘অভিশপ্ত ক্যামেরা’। ভৌতিক ও রোমাঞ্চকর এই নাটকটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ইমন। তিনি আরও বলেন, ‘ভৌতিক ছবি আমার ভালো লাগে। এজন্যই চিত্রনাট্যটি পড়ে উচ্ছ্বসিত হয়েছিলাম। এমন চরিত্রে এবারই প্রথম অভিনয় করলাম। ’

‘অভিশপ্ত ক্যামেরা’র গল্পে দেখা যাবে, সাইফ (ইমন) তার ভাইয়ের ছেলে আবিরকে নিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য একটি ভুতুড়ে বাড়িতে যায়। এরপর তারা একটি ক্যামেরা খুঁজে পায়। যে ক্যামেরাটি দিয়ে কারও ছবি তুললেই সে দুর্ঘটনার কবলে পড়ে। সেই বাড়ি থেকে ফিরে সাঈফ তার প্রেমিকাকে ওই ক্যামেরার বিষয়টি খুলে বলে।  একদিন মেয়েটিকে অপহরণ করে ক্যামেরার মালিক। সাঈফের কাছ থেকে ক্যামেরা আদায় করাই তার লক্ষ্য।  সাইফের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা।    

নাটকটি পরিচালনা করেছেন ময়ূখ বারী। তিনি জানান, থ্রিলিং গল্পের এ নাটকে রয়েছে রোমাঞ্চকর সব ঘটনা। থাকছে কিছু অ্যাকশন দৃশ্য।  নাটকটি ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
জেএমএস/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।