ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লুইপা আবার উপস্থাপনায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
লুইপা আবার উপস্থাপনায় লুইপা

কণ্ঠশিল্পী লুইপা তার প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’র গানগুলোর জন্য শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছেন। জিতেছেন সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড।

তরুণ প্রজন্মের এই গায়িকাকে এবার পাওয়া যাবে উপস্থাপনায়।

লুইপার উপস্থাপনায় ২২ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘সুরে সুরে গানে গানে’। প্রতিদিন সকাল ৭টায় একুশে টিভির পর্দায় দেখা যাবে এটি। এতে গাইবেন দেশের প্রথিতযশা শিল্পীরা। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত, লালন, রাধারমণ, হাসন রাজা, শাহ আবদুল করিমের গানের পাশাপাশি থাকবে মাটির গান। প্রযোজনায় রঞ্জন মল্লিক।

সোমবার (১৮ জুলাই) বাংলানিউজের সঙ্গে আলাপে লুইপা জানান, উপস্থাপনা তার জন্য নতুন কিছু নয়। ২০১১ সালে চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ দিয়ে প্রথম এই অভিজ্ঞতা হয়েছিলো। এটি বছরখানেক উপস্থাপনা করেছেন তিনি। এরপর আরও কিছু অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।  সবই ছিলো সংগীত বিষয়ক।  

উপস্থাপনা প্রসঙ্গে লুইপা আরও বলেন, ‘আমি গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই। গানের অনুষ্ঠান উপস্থাপনা উপভোগ করি। এসব আয়োজনে সাবলীলভাবে কথা বলার চেষ্টা করি। ’ 

এদিকে নতুন গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মঞ্চ পরিবেশনায়ও নিয়মিত ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা লুইপা। তার ইচ্ছে বেগম আখতারের একটি গজল নতুন আঙ্গিকে গাইতে চান। এখন সেই প্রস্তুতি নিচ্ছেন।

 * লুইপার গাওয়া ‘ঘুরে ফিরে’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬ 
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।