ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইউটিউবে ফিরলো ‘কৃতি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
ইউটিউবে ফিরলো ‘কৃতি’

কপিরাইট যুদ্ধে জিতে যাওয়ায় শিরিষ কুন্দর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কৃতি’ আবার ফিরেছে ইউটিউবে। এতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, রাধিকা আপ্তে ও নেহা শর্মা।

এরই মধ্যে এটি দেখা হয়েছে ৩০ লাখ বারেরও বেশি।

গত ২২ জুন ইউটিউবে মুক্তি দেওয়া হয় ‘কৃতি’। কিন্তু মুক্তির দু’দিন পর ইউটিউবে থেকে সরিয়ে ফেলতে হয় এটি। কারণ নেপালি পরিচালক অনীল নেউপানে অভিযোগ করেন, তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বব’ নকল করে ‘কৃতি’ বানানো হয়েছে। কিন্তু ইউটিউবের বেঁধে দেওয়া পনেরো দিনের মধ্যে কোনো যথাযথ প্রমাণ দিতে পারেননি তিনি। তাই ‘কৃতি’কে ফের উন্মুক্ত করে দেওয়া হলো।  

মামলাটি পরিচালনা করেছেন অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকি। তিনি ভারতের একটি জাতীয় দৈনিককে বলেছেন, ‘অনীল নেউপানে তার দাবির সপক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন নিয়মিতভাবে। প্রমাণের ওপর নির্ভর করে এই মামলার কার্যক্রম সম্পাদন করা হয়েছে। ’

এদিকে ‘বব’ ছবির নির্মাতাদের বিরুদ্ধে পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন শিরিষ কুন্দর। বিপুল সাড়া পেয়ে আগামীতে ‘কৃতি’কে নিয়ে পূর্ণদৈর্ঘ্য ছবি কিংবা ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। নির্মাতা করণ জোহর, ফারহান আখতার ও অভিনেতা অভিষেক বচ্চনের মতো বলিউডবাসীরা ছবিটির ভূয়সী প্রশংসা করেন।

এটাই নৃত্য পরিচালক ফারাহ খানের স্বামী শিরিষ কুন্দর পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি। এর আগে তিনি ‘জান-এ-মান’ ও ‘জোকার’ ছবি দুটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।