ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘যে শহরে আমি নেই’ (ভিডিও) 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
‘যে শহরে আমি নেই’ (ভিডিও)  বে অব বেঙ্গল ব্যান্ডের সদস্যরা

দেশি ব্যান্ডের সূতিকাগার চট্টগ্রাম। এই বন্দর নগরী থেকে উঠে এসেছে শীর্ষস্থানীয় বেশ কিছু ব্যান্ড।

এরই ধারাবাহিকতায় ২০১০ সালে আত্মপ্রকাশ করে গানের দল বে অব বেঙ্গল। রক ও মেটাল গানের ব্যান্ডটি সম্প্রতি আলোচনায় এসেছে তাদের গান ও ভিডিওচিত্রের কল্যাণে।  

মঙ্গলবার (১৯ জুলাই) বাংলানিউজের সঙ্গে আলাপে বে অব বেঙ্গলের কো অর্ডিনেটর ও বেজ গিটারিস্ট আবিদ জানান, এ বছরে প্রকাশ পেয়েছে তাদের প্রথম অ্যালবাম ‘নিরব দুর্ভিক্ষ’। সেই অ্যালবামের গান ‘যে শহরে আমি নেই’-এর ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে। বে অব বেঙ্গলের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে প্রায় ৬৪ হাজার বার। ‘যে শহরে আমি নেই’ গানটির ভিডিওতে তুলে ধরা হয়েছে চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য স্থান।  

আবিদ আরও জানান, চট্টগ্রামের ব্যান্ড হলেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতারাও তাদের গানের সঙ্গে বেশ পরিচিত। এর আগে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন মিশ্র অ্যালবামে ছিলো তাদের গান। সরাসরি গেয়েছেন বিভিন্ন টিভি অনুষ্ঠানে। প্রথমবারের মতো বে অব বেঙ্গল নিজেদের গানের ভিডিও ছেড়েছে। এর ইতিবাচক সাড়াও পাচ্ছেন।

বে অব বেঙ্গল ব্যান্ডের লাইনআপ- বখতিয়ার হোসাইন (গিটার, বাঁশি ও কন্ঠ), ওয়াহিদ আলতাহার তানিম (গিটার), এহতেশাম আবিদ (বেজ গিটার), জামি রহমান (কি বোর্ড) ও সামিউল মমিথ (ড্রামস)।  

* ‘যে শহরে আমি নেই’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।