ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফ্যাশন ডিজাইনার থেকে গায়ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ফ্যাশন ডিজাইনার থেকে গায়ক বিপ্লব সাহা

ফ্যাশন ডিজাইনার হিসেবেই পরিচিত বিপ্লব সাহা। এবার তিনি হাজির হলেন গায়ক পরিচয়ে।

অডিও ও চলচ্চিত্রের জনপ্রিয় চারটি গান নতুন সংগীতায়োজনে এবং একটি নতুন গান শোনা যাচ্ছে তার কণ্ঠে। ইউটিউবে বিশ্বরঙ চ্যানেলে এগুলোর ভিডিও এসেছে।  

গানগুলোর মধ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ (মূল কণ্ঠশিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলে), ‘এই রূপালি চাঁদে’ (মূল কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও শম্পা রেজা) ও ‘ভালোবাসা যতো বড় জীবন ততো বড় নয়’ (মূল কণ্ঠশিল্পী কুমার শানু ও মিতালী মুখার্জি) এবং ‘তুমি আমার প্রথম সকাল’ (মূল কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও শাকিলা শর্মা) গানগুলোতে বিপ্লব কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নীর সঙ্গে। নতুন সংগীতায়োজন করেছেন জিয়াউল হাসান পিয়াল।  

এ ছাড়া ‘আনচান আনচান করে মন’ শিরোনামের একটি নতুন গানে কনা ও বিপ্লব সাহা একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। এটি লিখেছেন জীবন চৌধুরী, সুর করেছেন রাজন সাহা। তানপুরা স্টুডিওতে কণ্ঠধারণের কাজ হয়েছে। ভিডিওগুলোর ভাবনা, স্টাইল ও কোরিওগ্রাফি করেছেন বিপ্লব সাহা নিজেই। নির্দেশনা দিয়েছেন চন্দ্র বিন্দু।  

বিপ্লব সাহা বলেন, ‘ছোটবেলা থেকে গানের প্রতি দারুণ ভালো লাগা আছে আমার। কিন্তু পেইন্টিং ও ডিজাইনে ডুবে থাকায় গান গাওয়া হয়ে ওঠেনি। এবার শখে গাইলাম। কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী আমাকে সহযোগিতা করেছেন। তার উৎসাহে জনপ্রিয় গানগুলো গেয়েছি। ’

বিপ্লব সাহার গাওয়া গানের ভিডিওগুলো দেখতে নিচের লিংকগুলোতে ক্লিক করুন: 
* ‘তুমি আমার প্রথম সকাল’: 
* ‘ভালোবাসা যতো বড় জীবন ততো বড় নয়’:
* ‘চিরদিনই তুমি যে আমার’: 
* ‘আনচান আনচান করে মন’:
* ‘এই রূপালি চাঁদে’:

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।