ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এক মাসে অমিতাভের চারটি ছবি সুপারহিট!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এক মাসে অমিতাভের চারটি ছবি সুপারহিট! অমিতাভ বচ্চন

সর্বকালের অন্যতম সেরা মহাতারকা অমিতাভ বচ্চন যে সব নির্মাতারই পছন্দের তালিকার শীর্ষ তিনে থাকেন তা নিয়ে সন্দেহ নেই কারও। হবেই বা না কেনো, এমন সময় ছিলো যখন এই সুপারস্টার এক মাসেই চারটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন।

১৯৭৮ সালের অক্টোবরে টানা চার সপ্তাহে অমিতাভ অভিনীত চারটি ছবি বাণিজ্যিক সাফল্য পেয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ৭৪ বছর বয়সী এই কিংবদন্তি জানিয়েছেন, একই মাসে একই অভিনেতার নতুন চারটি ছবি দেখতে দর্শকদের কেনো খারাপ লাগেনি। কারণ প্রতিটি ছবিতে ভালো উপকরণ ও বিনোদন ছিলো।  

টানা মুক্তি পাওয়া ছবি চারটি হলো ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘কসমে ভাদে’, ‘ডন’ ও ‘ত্রিশূল’। মজার বিষয় হলো, এর মধ্যে ‘কসমে ভাদে’ ও ‘ডন’ ছবিতে অমিতাভকে দেখা গেছে দ্বৈত চরিত্রে। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, ‘ডন’ ছাড়া বাকি তিনটিতেই তার নায়িকা ছিলেন রাখী।  

প্রশংসনীয় ব্যাপার হলো, পৃথক পৃথক নির্মাতাদের পরিচালনায় একেবারেই ভিন্ন ভিন্ন গল্প নিয়ে তৈরি হয় ছবিগুলো। আর অমিতাভ অভিনীত চরিত্রগুলো একটার চেয়ে আরেকটা সম্পূর্ণভাবে অন্যরকম।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।