ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাহফুজের ‘ভালোবাসার প্রহর’

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
মাহফুজের ‘ভালোবাসার প্রহর’ মাহফুজ আহমেদ, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজ্ঞাপন বিরতির কারণে দর্শকরা এখানকার নাটক দেখার আগ্রহ হারিয়ে ফেলেন। এ বিষয়টি দীর্ঘদিন ধরে ভাবিয়েছে অভিনেতা-নির্মাতা মাহফুজ আহমেদকে।

তাই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান বাণীচিত্র থেকে বিরতিহীন নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।

এ আয়োজনের শিরোনাম ‘ভালোবাসার প্রহর’। প্রতি শুক্রবার রাত ১১টায় আরটিভির পর্দায় মাহফুজের প্রযোজনায় নির্মিত নাটক প্রচার হবে কোনো বিজ্ঞাপন বিরতি ছাড়াই।

‘ভালোবাসার প্রহর’-এর বিস্তারিত জানাতে ঢাকার গুলশান ক্লাবে বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছেন মাহফুজ। এটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।  

অভিনয় ও পরিচালনার চেয়ে এখন প্রযোজনায় মনোযোগী মাহফুজ। আশা করা হচ্ছে, তার তত্ত্বাবধানে বাণীচিত্রর নতুন উদ্যোগটি দর্শককে নাটকের প্রতি আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।