ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করা মানুষটি 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করা মানুষটি  দৃশ্য : ‘টিয়া পাখি ও কিছু মৃত খাম’

টিয়া পাখির মাধ্যমে অন্যের ভাগ্য গণনা করে দিয়ে অনেকেই জীবিকা নির্বাহ করেন। চলার পথে এমন পেশার মানুষ দেখা যায় এখানে-সেখানে।

এমন একজন ভাগ্যগণকের চরিত্রে অভিনয় করলেন ফজলুর রহমান বাবু। ‘টিয়া পাখি ও কিছু মৃত খাম’ নামের একটি টেলিছবিতে তাকে এই রূপে দেখা যাবে।

ফজলুল রহমান বাবুর চরিত্রটির নাম আলী আজফার। অন্যের ভাগ্য গণনা করে টাকা আয়ের আগে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় নিজের ভাগ্য দেখেন তিনি। টিয়া পাখির মাধ্যমে যে ব্যক্তি মানুষের ভাগ্য গণনা করেন, তার ভাগ্য কেমন তা নিয়েই টেলিছবিটির গল্প।  

আলী আজফারের স্ত্রী জয়তুনি স্বামীর পেশাকে মোটেও পছন্দ করে না। তার মনে হয়, ভাগ্য গণনার নামে লোক ঠকানোর কারণেই তাদের সংসারে অভাব-অনটন লেগে আছে। তাই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হয়। আলী আজফার চান, তার সন্তানও ভবিষ্যতে এই কাজ করবে। কিন্তু ছেলে যেন এ পেশায় না জড়িয়ে পড়ে সেজন্য যুদ্ধ করতে থাকে জয়তুনি। এ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।  

ফজলুর রহমান বাবুর সঙ্গে তিন বছর পর কাজ করলেন রুনা খান। দৃশ্যায়নের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘বস্তির যে ঘরটিতে আমাদের দেখা যাবে, সেটি শুটিং হাউজেই সাজানো হয়েছিলো। তবে বাইরের দৃশ্যগুলোর জন্য আমরা সত্যিই বস্তিতে গিয়ে কাজ করেছি। ’ 

নূর সিদ্দিকীর রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। সম্প্রতি উত্তরাসহ রাজধানীর একটি বস্তিতে এর চিত্রায়ন হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘টিয়া পাখি ও কিছু মৃত খাম’।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।