আলাদিনের জাদুর চেরাগ ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দৈত্য বেরিয়ে এসে তিনটি ইচ্ছাপূরণের প্রতিশ্রুতি দিয়ে বলে- ‘হুকুম করুন, হুজুর’। তারকারাও যদি সেই চেরাগ পান তাহলে কোন তিনটি ইচ্ছে পূরণ করতে চাইবেন? বাংলানিউজের নিয়মিত আয়োজন ‘তারকার তিন ইচ্ছে’ বিভাগে তারা জানাচ্ছেন সেকথা।
স্বাভাবিক ওজন
নিজেকে ফিট রাখতে ভালো লাগে আমার। এজন্য নিয়মিত তিন ঘণ্টা করে জিমে থাকি। খুব সকালে ঘুম থেকে উঠে নিয়মিত হাঁটাহাটি করি। এ ছাড়া ডায়েট চার্ট সঠিকভাবে পালন করে নিয়মিত খাবার খাই। আমি মুটিয়ে যেতে চাই না, এজন্যই এতো পরিশ্রম। চেরাগের দৈত্যকে বলতাম, আমার ওজন যেন সারাজীবন ৪৫ কিলো থাকে! আসলে নায়িকা হওয়ার জন্যই যে হালকা থাকতে হবে এমন না। আসলে স্বাভাবিক ওজন নিয়ে জীবনযাপন করতে চাই।
শোবিজে খারাপ মানুষ
ছোটবেলা থেকে শুনছি শোবিজের মানুষজন ভালো হয় না। এ কারণে আমার শোবিজে আসার ক্ষেত্রে পরিবার থেকে ঘোর আপত্তি ছিলো। কিন্তু এটাকে অতো গুরুত্ব দেইনি। ভাবতাম সবাই না জেনেবুঝেই হয়তো ভ্রান্ত ধারণা ছড়ায়। কিন্তু শোবিজে আসার পর থেকে এখনও পর্যন্ত খারাপ ব্যক্তিদের সম্মুখীন হতে হচ্ছে। অবশ্য সবাই খারাপ না। তবে কিছু খারাপ মানসিকতার মানুষের কারণে পুরো শিল্পর দুর্নাম হয়। আলাদিনের জাদুর চেরাগ পেলে এসব হীনমস্তিস্কের মানুষকে ভালো মানুষ বানিয়ে দিতে বলতাম।
সবাইকে নিয়ে ধনী
আলাদিনের জাদুর চেরাগ পেলে সবার আগে দেশের সব মানুষকে ধনী করে দিতে বলতাম। আমার দেশ যেন দারিদ্রমুক্ত হয় সেজন্য উঁচু-নিচুর ব্যবধান দূর করতে চাই। অন্যদেরকে দুঃখ-কষ্টে দিনযাপন করতে দেখলে কষ্ট পাই। আমরা সবাই একত্রিত হলে এই ব্যবধান কমানো যেতো। কিন্তু আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত। দেশের কথা ভাবার সময় নেই এখন কারও।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
জেএমএস/জেএইচ