ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২৫তম প্রদর্শনীর অতিথিকে ৫০তম মঞ্চায়ন উৎসর্গ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
২৫তম প্রদর্শনীর অতিথিকে ৫০তম মঞ্চায়ন উৎসর্গ সৈয়দ শামসুল হকের সঙ্গে জাহিদ রিপন

নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’র ২৫তম মঞ্চায়নে অতিথি ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কিন্তু ৫০তম মঞ্চায়নের আগে গুণী মানুষটি নিয়েছেন চিরবিদায়।

তাই এ প্রদর্শনী উৎসর্গ করা হচ্ছে সদ্যপ্রয়াত এই কথাশিল্পীকে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে জাতীয় নাট্যোৎসবে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে থাকছে ‘চিত্রাঙ্গদা’র ৫০তম প্রদর্শনী। এখানে অতিথি হিসেবে থাকবেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ।  

মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২ সালে কাব্যনাট্যরূপে এবং ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বপ্নদলের প্রযোজনাটি সাজানো হয়েছে কবিগুরুর কাব্যনাট্য পাণ্ডুলিপিটি অবলম্বনে।

২০১১ সালে রবীন্দ্র সার্ধশতবর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে তৈরি হয় ‘চিত্রাঙ্গদা’। এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে অভিনয় করেছেন সোনালী, মিতা, মোস্তাফিজ, শ্যামল, শিশির, সামাদ, জেবু, নাবলু,  তানভীর, আঁচল, কাসপিয়া, ঊষা, শুভ, অমর, আলী, জুয়েনা, বিপুল, সাইদ, সালাম, তীর্থ প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।