অভিনয়ে জন্য একটু-আধটু ঝুঁকি নিয়েই থাকেন অভিনয়শিল্পীরা। কিন্তু ছোটপর্দার এ সময়ের অভিনেতা তৌসিফ মাহবুব বেশ বড় ধরনের ঝুঁকি নিয়েছিলেন।
নাটকটিতে তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন ছোটপর্দার এ সময়ের আরেক তারকা সাবিলা নূর। দৃশ্যটি ছিলো, সাবিলা তার ঘরে নামাজ পড়ছেন। এমন সময় তৌসিফ তাকে দেখতে বাড়ির সঙ্গে লাগোয়া আম গাছে চড়ে দোতলায় ওঠেন। সাবিলার চোখে চোখ পড়তেই ভয় পেয়ে নিচে লাফ দেন তিনি। তৌসিফের কথায়, ‘৩০-৩৫ ফুট উঁচু থেকে লাফ দিতে গিয়ে ভারসাম্য হারিয়ে পায়ে মোচড় খেলাম। কি আর করা। অভিনয়ের জন্য ছোটখাটো ঝুঁকি তো নিতেই হয়। আর দুর্ঘটনা হঠাৎ ঘটে!’
নিজের অভিনীত চরিত্রটি প্রসঙ্গে তৌসিফ বললেন, ‘ছেলেটি এলাকার উঠতি সন্ত্রাসী। খ্রিষ্টান ধর্মের হলেও একজন মুসলিম ধার্মিক মেয়ের প্রেমে পড়ে সে। কিন্তু তাকে প্রতিবারই প্রত্যাখ্যান করে মেয়েটি। তবু হাল ছাড়ে না ছেলেটি। এটি দারুণ একটা প্রেমের গল্প। ’
‘সনাতন কাব্য’ লিখেছেন সৌরভ খান পাঠান, পরিচালনায় আরিফুর রহমান। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার তিনশ ফুট সড়ক সংলগ্ন এলাকায় এর দৃশ্যায়ন হয়েছে। আরটিভিতে ‘ভালোবাসার প্রহর’ চাঙ্কে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
জেএমএস/জেএইচ