কলকাতার জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী জয়তী চক্রবর্তী ঢাকায় গান গেয়ে শোনাবেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় উত্তরা ক্লাবে শুরু হবে তার পরিবেশনা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এর আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
জয়তী চক্রবর্তী বাংলাদেশে প্রথম গান করতে আসেন ২০১১ সালে পঁচিশে বৈশাখের একটি অনুষ্ঠানে। এরপর এসেছেন বেশ কয়েকবার। গানে পাঁচ বছর বয়সে তার হাতেখড়ি শুভংকর বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্নাতক করার সময় ভর্তি হন সুভাষ চৌধুরীর কাছে। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে আধুনিক গান, বিমান মুখোপাধ্যায়ের কাছে নজরুলসংগীত. সনাতন বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছেন খেয়াল। পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে কণ্ঠ সাধনা করেন তিনি।
শুধু রবীন্দ্রসংগীত নয়, সব ধরনের গান করেন জয়তী। নানা ধরনের গানের প্রতি তার আগ্রহটা ছোটবেলা থেকেই। আধুনিক বাংলা গান দিয়েই সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে আসেন। প্রথম অ্যালবাম ছিল মৌলিক গান নিয়ে। আধুনিক গানের দুটি অ্যালবাম বের হওয়ার পর রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
জেএইচ