ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ধোনির সুপারিশে নেওয়া হলো সুশান্তকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
ধোনির সুপারিশে নেওয়া হলো সুশান্তকে মহেন্দ্র সিং ধোনি ও সুশান্ত সিং রাজপুত

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চরিত্রে সুশান্ত সিং রাজপুত কেমন অভিনয় করলেন তা দেখতে উন্মুখ হয়ে আছে উভয়ের ভক্তকূল। নীরাজ পান্ডে পরিচালিত ছবিটিতে সুশান্তকে নেওয়ার জন্য ধোনি নিজেই সুপারিশ করেন।

জানা গেছে, উড়োজাহাজে ‘কাই পো চে’ (২০১৩) দেখার পর ধোনির মনে হয়েছে, তাকে ফুটিয়ে তুলতে সুশান্তই উপযুক্ত অভিনেতা। তখন তার সঙ্গে ছিলেন প্রযোজনা অরুণ পান্ডে।

নির্মাতারা ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’র জন্য অভিনেতার সংক্ষিপ্ত তালিকা করছেন জেনে সুশান্তর নাম সুপারিশ করেন ধোনি। তিনি জোর দিয়ে বলেন, নবীনদের মধ্যে আর কেউ এ চরিত্র উপস্থাপন করতে পারবে না।

মজার বিষয় হলো, ধোনি ও সুশান্ত উভয়ের পথচলা একইরকম। দু’জনই বেড়ে উঠেছেন মফস্বল শহরে। তারপর স্ব স্ব ক্ষেত্রে সাফল্য পেয়েছেন। ‘কাই পো চে’ ছিলো সুশান্তর প্রথম ছবি। এতে পাড়ার ক্রিকেটারের চরিত্রে দেখা গেছে তাকে।  

প্রযোজক বলেছেন, ‘ওর বোলিং, ফিল্ডিং ও ক্রিকেট নিয়ে কথাবার্তা দেখে আমাদের মনে হয়েছে, চরিত্রটির জন্য সে-ই যুতসই। আমরা পরিশ্রমী, উদ্দাম ও পর্দায় ধোনির সারমর্ম তুলে ধরতে চায় এমন একজনকে চেয়েছি। সুশান্তর মধ্যে সব গুণাবলিই রয়েছে। ’

‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে বিশ্বের ৬০টি দেশের সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে। এতে আরও অভিনয় করেছেন দিশা পাতানি, কিয়ারা আদভানি, অনুপম খের, ভূমিকা চাওলা প্রমুখ।  

বাংলাদেশ সময় : ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।