মেক্সিকোর একটি গ্রামে বর্বর ডাকাত সর্দার কালভেরা তার দলবল নিয়ে বারবার ডাকাতি করে। ডাকাতি করে যাওয়ার সময় তারা প্রতিবার জানায়, আবার গ্রাম লুটতে আসবে।
জাপানের প্রখ্যাত চলচ্চিত্র-নির্মাতা আকিরা কুরোসওয়ার ‘সেভেন সামুরাই’ (১৯৫৪) হলিউডে রিমেক হয় ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’ (১৯৬০) নামে। মার্কিন চিত্রনির্মাতা জন স্টার্জেস তার এই ছবিতে দেখিয়েছেন ওপরের গল্পটি।
এবারের রিমেক ছবিটি পরিচালনা করেছেন স্টার্জেসের স্বদেশি নির্মাতা অ্যান্টয়নি ফুকুয়া। এতো বছর পরও গল্পটি যে প্রাসঙ্গিক, তা ব্যবসায়িক সাফল্যই বলে দিচ্ছে। ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’ এখন আছে হলিউড টপচার্টের শীর্ষে। ২ ঘণ্টা ১৩ মিনিট ব্যাপ্তির ছবিটি গত ২৩ সেপ্টেম্বর মুক্তি দিয়েছে মেট্রো-গোল্ডউইন-মেয়ার ও কলাম্বিয়া পিকচার্স।
নতুন ছবিতে দেখানো হয়েছে দরিদ্র গ্রামবাসীদেরকে বর্বর ডাকাতের কাছ থেকে বাঁচাতে একে একে এগিয়ে আসে সাত বন্দুকধারী। এই দলকে নেতৃত্ব দেয় স্যাম চিসম। এতে অভিনয় করেছেন অ্যান্টয়নি ফুকুয়ার ‘ট্রেনিং ডে’ ও ‘দ্য ইকুয়ালাইজার’ ছবির নায়ক ডেনজেল ওয়াশিংটন। এ ছাড়া আছেন ক্রিস প্রাট, ইথান হাউকি, ভিনসেন্ট ডি’ওনোফ্রিও, পিটার সার্সগার্ড, লি বাইয়ুঙ-হু, ম্যানুয়েল গার্সিয়া-রুলফো, হ্যালি বেনেট, মার্টিন সেনসমেইয়ার।
‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’ই প্রয়াত সুরস্রষ্টা জেমস হর্নারের সংগীত পরিচালনা করা শেষ ছবি। গত বছরের জুনে মৃত্যুর আগ পর্যন্ত এর জন্য সাতটি সুর তৈরি করতে পেরেছিলেন তিনি। তার বন্ধু সিমন ফ্র্যাংলেন অসমাপ্ত কাজ শেষ করেছেন।
বাংলাদেশ সময় : ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
জেএইচ