সারাক্ষণ বই পড়ে সময় কাটে ভদ্র ও বিনয়ী ছেলেটির। পায়ে একটু সমস্যা থাকার কারণে খুঁড়িয়ে হাঁটে সে।
নাটকটিতে সিয়ামের সহশিল্পী ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী মেহজাবিন চৌধুরী। তাকে দেখা যাবে দুর্গার মতো প্রতিবাদী নারীর চরিত্রে। দীর্ঘদিন পর আবার একসঙ্গে অভিনয় করলেন তারা।
সিয়াম বাংলানিউজকে বললেন, ‘বর্তমান প্রজন্মের ছেলেরা যেমন আড্ডাবাজ, এই চরিত্রটি তাদের চেয়ে একটু ব্যতিক্রম। ব্যক্তিগতভাবে আমি নিরীক্ষাধর্মী কিছু চরিত্রে অভিনয় করতে চাই। সেদিক দিয়ে এরটি আমার জন্য ছিলো চ্যালেঞ্জিং। দর্শক বিচার করবেন কতোটুকু পেরেছি। ’
‘আগমনী গান’ লিখেছেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। দুর্গাপূজার দশমীতে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি। একই নাট্যকার-নির্মাতার ‘নতুন ভোরে দেখা’ নামের নাটকেও সম্প্রতি অভিনয় করেছেন সিয়াম ও মেহজাবিন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে এটিএন বাংলায় প্রচার হবে এটি।
পড়াশোনার জন্য টানা এক বছর বিরতি নিয়ে আবার অভিনয়ে ফিরেছেন সিয়াম। ঈদুল আজহায় তার অভিনীত বেশকিছু নাটক প্রচারিত হয়েছে। সব মিলিয়ে দেশে ফেরার পর থেকে চারদিক থেকে প্রচুর সাড়া পাচ্ছেন তিনি। তার কথায়, ‘ভাবতেও পারিনি সবাই আমাকে এতো আন্তরিকভাবে গ্রহণ করবে। ঈদের নাটকগুলোর জন্য প্রচুর সাড়া এসেছে। মোবাইল ফোনে, মেসেজে, ফেসবুক কমেন্টসে দর্শকদের প্রশংসা পেয়েছি। ঈদের পরে তো এক ভক্ত টাঙ্গাইল থেকে মিষ্টি নিয়ে আমার বাড়িতে এসে হাজির! আমাকে দেখেই কাঁদতে শুরু করে দিলো সে। এক বছর পর ফিরে ভক্তদের ভালোবাসা পেয়ে অনুপ্রাণিত হচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
জেএমএস/জেএইচ