যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এসেছে। এবার কাকে ভোট দেবেন অবশেষে তা ঠিক করেছেন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ান।
এর আগে ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনকে কিম বলেছিলেন, ভোটটা কাকে দেবেন ঠিক বুঝতে পারছেন না। তার এই দ্বিধার মধ্যে ডনাল্ড ট্রাম্পকে ভোট দিতে পারেন এমন আভাস পাওয়া যাচ্ছিলো।
অবশেষে শনিবার (১ অক্টোবর) ৩৫ বছর বয়সী কিম কারদাশিয়ান তার ওয়েবসাইটে ও অ্যাপে জানান, ঠিক কাকে মূল্যবান ভোটটি দেবেন সে ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। এতে তিনি অতীত সিদ্ধান্তহীনতার ব্যাখ্যাও দিয়েছেন।
কিম বলেছেন, ‘আগে আসলে আমি ঠিকই করতে পারছিলাম না, ভোট দিতে যাবো কি যাবো না। অন্ধের মতো ভোট দিতে চাই না। তবে মনে মনে এ-ও ভাবছিলাম, ভোট না দিলে ঠিক যা বলতে চাই তা-ও তো বলা হবে না। সুতরাং কাছের বন্ধুদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিলাম। যেসব বন্ধুদের ভালোবাসি, বিশ্বাস করি, বিশেষ করে যাদের রাজনীতি নিয়ে কিছু জ্ঞান-গরিমা আছে তাদের সঙ্গেই কথা বলেছি। ’
সৎমা কেইটলিন জেনারের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করেছেন কিম কারদাশিয়ান। কেইটলিন অবশ্য তাকে নিজেকেই গবেষণা ও পর্যবেক্ষণ করে দেখতে পরামর্শ দেন। কিম লিখেছেন, ‘ঠিক এ কাজটিই আমি করি। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিচার বিশ্লেষণ করি। যেমন অস্ত্র নিয়ন্ত্রণ, নারীর অধিকার, বৈধ গর্ভপাত ইত্যাদি নিয়ে ভাবি। সন্দেহাতীতভাবেই নিশ্চিত করছি, আমি হিলারি ক্লিনটকেই ভোট দিতে যাচ্ছি। ’
বাংলাদেশ সময় ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমএমকে/জেএইচ