ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আয়নাবাজি’র অতিথি হয়ে গর্বিত বিজরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
‘আয়নাবাজি’র অতিথি হয়ে গর্বিত বিজরী বিজরী বরকতুল্লাহ

আশির দশক থেকে ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহকে। অবশেষে বড়পর্দায় অভিষেক হলো তার।

অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’তে অতিথি শিল্পী হিসেবে দেখা গেলো তাকে।

ছবিটির একটি দৃশ্যে অভিনয় করেছেন বিজরী। তিনি সাংবাদিকের (পার্থ বড়ুয়া) স্ত্রী। কন্যার সঙ্গে স্কুলে স্বামী দেখা করতে এলে বিজরী তাকে শাসান। সঙ্গে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছেন বলে জানান।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি উপভোগ করেছেন বিজরী। এরপর নিজের ভালোলাগার কথা ফেসবুকে জানিয়ে তিনি লিখেছেন, ‘আয়নাবাজি নিয়ে কি বলা উচিত! অনেকদিন ধরে সিনেমা হলে বাংলাদেশি ছবি দেখতে দর্শকদের এতো ভিড় দেখিনি। হলের ভেতর শুরু থেকে শেষ অবধি দর্শকা হৈ-হুল্লোড় করেছেন, হাততালি দিয়েছেন। কারণ ছবিটি তাদের কাছে খুব উপভোগ্য লেগেছে। এটাকেই সিনেমা বলা যায়। এতে স্বল্প উপস্থিতির চরিত্রে অভিনয় করে গর্ব হচ্ছে। ’

‘আয়নাবাজি’ ছবির অতিথি চরিত্রে অভিনয় প্রসঙ্গে শনিবার (১ অক্টোবর) দুপুরে বিজরী বাংলানিউজকে বললেন, ‘বড়পর্দা ভেবে আমি এখানে অভিনয় করিনি। একমাত্র অমিতাভ রেজার অনুরোধেই একটি অংশে হাজির হয়েছি। তিনি আমার পরিবারেরই একজন। এজন্য এক প্রকার আবদার পূরণের জন্যই আয়নাবাজিতে সাংবাদিকের স্ত্রীর চরিত্রে কাজ করলাম। তবে ক্যারিয়ারে বড়পর্দার অভিনেত্রী কথাটি যোগ হওয়ার জন্য এ ছবিতে অভিনয় করিনি। ’

পরিচালক হিসেবে অমিতাভ রেজা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন বলে মনে করেন বিজরী। তার কথায়, “বরাবরই তাকে নিয়ে এমনটা আশা করেছিলাম। বিজ্ঞাপনের ধারা বদলকারী নাম হিসেবে যেমন তার নাম উঠে এসেছিলো, তেমনি ‘আয়নাবাজি’র মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায়ও নিজেকে প্রমাণ করলেন তিনি। দেশের পটভূমি, মাটি, মানুষ তার এই গল্পের উপজীব্য। ”

‘আয়নাবাজি’তে বিজরী ছাড়াও অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং পরিচালক অমিতাভ রেজা। ছবিটির আয়না চরিত্রে অাছেন চঞ্চল চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।