ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৈয়দ শামসুল হকের প্রতি আবৃত্তি সমন্বয় পরিষদের শ্রদ্ধাঞ্জলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
সৈয়দ শামসুল হকের প্রতি আবৃত্তি সমন্বয় পরিষদের শ্রদ্ধাঞ্জলি সৈয়দ শামসুল হক

প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি কবিতায় শ্রদ্ধাঞ্জলি জানাতে ‘আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি’ শিরোনামে সপ্তাহব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। রোববার (২ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে এর উদ্বোধন করবেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ।

আলোচনা শেষে দ্বিতীয় পর্বের শুরুতে সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকের অংশবিশেষ শ্রুতিরূপ উপস্থাপন করবে কথা আবৃত্তি চর্চাকেন্দ্র। এ ছাড়া থাকছে দেশবরেণ্য আবৃত্তিশিল্পীদের পরিবেশনা। এ আয়োজন চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।