ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, জেমস বন্ড চরিত্রে দেখা দেবেন না। প্রয়োজনে হাতের কবজি কেটে ফেলবেন! তবু জিরো জিরো সেভেন হিসেবে তিনিই এখনও প্রথম পছন্দ।
গোয়েন্দা সিরিজটির নির্বাহী প্রযোজক ক্যালাম ম্যাকডুগাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি রেডিওকে বলেছেন, ‘অবশ্যই ক্রেগই প্রথম পছন্দ। বন্ডের ভূমিকায় ড্যানিয়েল ফিরলে আমাদের খুব ভালো লাগবে। প্রযোজক বারবারা ব্রকেলো ও মাইকেল উইলসনের আশা, তিনি অবশ্যই ফিরবেন। ’
গত বছর জেমস বন্ড সিরিজের ২৫তম কিস্তি ‘স্পেক্টর’-এর কাজ শেষে ক্রেগ বলেন, এ চরিত্র থেকে তার মন উঠে গেছে। স্যাম মেন্ডেস পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী ৮৮ কোটি মার্কিন ডলার আয় করে।
লন্ডনের টাইম আউট ম্যাগাজিন ক্রেগের কাছে জানতে চাওয়া হয়, আরেকটি বন্ড ছবিতে কাজ করবেন কি-না। ৪৮ বছর বয়সী এই তারকার উত্তর ছিলো, ‘এখন? দরকার হলে কাচ ভেঙে হাতের কবজি কেটে ফেলবো!’
ক্রেগের এমন মন্তব্যের পর থেকেই জল্পনা চলছে জেমস বন্ডের পোশাক কে গায়ে জড়াবেন। এ ক্ষেত্রে সামনের সারিতে আছে ইডরিস অ্যালবা, টম হিডেলস্টন ও অ্যাইড্যান টার্নারের নাম।
সিরিজের আগের চারটি ছবিতে পরিপাটী গোয়েন্দা জেমস বন্ড চরিত্রে নতুন মাত্রা এনেছেন ড্যানিয়েল ক্রেগ। এজন্যই তার এতো প্রশংসা। তাই তাকে ছাড়তে চায় না নির্মাতা প্রতিষ্ঠান সনি।
রাডার অনলাইন চলতি মাসের শুরুতে জানায়, বন্ড হিসেবে আরও দুটি ছবিতে কাজ করার জন্য এরই মধ্যে ক্রেগকে ১৫ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে।
জেমস বন্ড হিসেবে ক্রেগের শুরুটা হয়েছিলো ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়েল’ দিয়ে। এরপর ‘কোয়ান্টাম অব সোল্যাস’ (২০০৮), ‘স্কাইফল’ (২০১২) ও ‘স্পেক্টর’ (২০১৫) ছবিতে এ চরিত্রে অভিনয় করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেএইচ