ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গান নিয়ে পাগলামি করার অধিকার সবারই থাকে : নির্মলেন্দু গুণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
গান নিয়ে পাগলামি করার অধিকার সবারই থাকে : নির্মলেন্দু গুণ

গান গাওয়ার সাধ হওয়ায় নিজের কথা ও সুরে গাওয়া গান ফেসবুকে পোস্ট করার পর ব্যাপক সাড়া পান কবি সরকার আমিন। এবার অ্যালবাম বের করার উদ্যোগ নিয়ে নিজের সংগীতচর্চাকে ‘গানলামি’ বলে উল্লেখ করলেন তিনি।

কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় হয়ে গেলো সরকার আমিনের একক অ্যালবাম ‘চিকিৎসা’র প্রকাশনা উৎসব। অনুষ্ঠানে শুভেচ্ছা জানান বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি মনজুরে মওলা।

অ্যালবামটি প্রসঙ্গে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘গান নিয়ে পাগলামি করার অধিকার আমাদের সবারই থাকে। সরকার আমিন ওর স্ত্রী শাহনাজ মুন্নীর উস্কানিতে আরও গান করুক। গানলামি নিয়ে আরও এগিয়ে যাক ও। ’

এখানে আরও ছিলেন প্রফেসর সৈয়দ আকরম হোসেন, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি অসীম সাহা, কবি কামাল চৌধুরী, প্রফেসর বেগম আকতার কামাল, কবি মাহবুবুল হক শাকিল, সাংবাদিক শাহনাজ মুন্নী, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, স্থপতি ও লেখক শাকুর মজিদ, চিত্রশিল্পী সমর মজুমদার, নাট্যজন খায়রুল আলম সবুজ, ড. অনু হোসেন, কবি শোওয়াইব জিবরান, কবি ওবায়েদ আকাশ প্রমুখ।

‘গানলামি’ প্রসঙ্গে সরকার আমিন বলেন, “যেভাবে কবিতা লিখি সেভাবেই আমার ‘গানলামি’। এটা পূর্বপরিকল্পিত নয়। গানাবেগের অপেক্ষায় থাকি। সবিনয়ে বলি, আমার গানের গুরু মূলত পাখি। হতে পারে তা কাক কিংবা কোকিল। আমি তো তবলা না; হৃদয় বাজাই; শেয়ার করি আবেগ। ”

যোগ করে কবি বলেন, ‘কবিতা থেকে গান অনেক দূরে চলে গেছে। কবি আর গান লিখছেন না। এটা গান ও কবিতা দুটি শিল্পেরই ক্ষতি। গান ও কবিতার দূরত্ব ঘোচানোর সময় এসেছে। রবীন্দ্রনাথ গান ও কবিতার মধ্যে বিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন। সেই কাজ শুরু করতে হবে। ’

লেজার ভিশন থেকে প্রকাশিত ‘চিকিৎসা’য় গান আছে মোট ১০টি। সব গানের কথা লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন কবি নিজেই। সংগীতায়োজনে এস আর সজীব। গানগুলো ফেসবুকে ‘গানলামি’ পেজে ও ইউটিউবে ‘গানলামি’ চ্যানেলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

‘চিকিৎসা’ অ্যালবামের গানগুলো হলো- ‘সুরের ভুবন জুড়ে লেগেছে আগুন’, ‘তোমার চোখ থেকে যখন জল গড়িয়ে পড়ে’, ‘চিকিৎসা করো ছেড়ে যেও না’, ‘নদীর জলে দুঃখ ভেসে যায়’, ‘প্রয়োজনতমা’, ‘হায় কাঁদলে কি আর প্রেম পাওয়া যায়’।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।