নগরবাউল জেমসের জন্মদিন উপলক্ষে গত বছরের ২ অক্টোবর ঢাকা শহরের সাতটি উল্লেখযোগ্য স্থানে বড় আকারের বিলবোর্ড একদিনের জন্য ভাড়া নেন তার অন্ধভক্ত প্রিন্স মোহাম্মদ। বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছিলো শ্যাওড়া বাসস্ট্যান্ড, এয়ারপোর্ট সড়ক, মহাখালী, গুলশান ২, কারওয়ান বাজার, শাহবাগ ও নীলক্ষেতে প্রধান সড়কের পাশে।
জেমসের এবারের জন্মদিনেও চোখে পড়ার মতো উদ্যোগ নিলেন প্রিন্স মোহাম্মদ। রোববার (২ অক্টোবর) প্রিয় শিল্পীকে শুভেচ্ছা জানাতে সাড়ে তেরো ফুট দৈর্ঘ্য, ছয় ফুট চওড়া এবং ১০ ফুট উচ্চতার দেড় হাজার কেজি ওজনের একটি কেক তৈরি করিয়েছেন তিনি। সেটি একটি পিকআপে তুলে রোববার সকাল থেকে ট্রাকে চড়ে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরেছেন, মানুষজনকে কেক খাইয়েছেন।
জেমসের বেশ কয়েকটি ছবি দিয়ে সাজানো পিকআপে লেখা আছে- ‘শুভ জন্মদিন গুরু জেমস। বেঁচে থাকুন অন্তত এক কোটি বছর। ’ ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সবশেষে পিকআপ যায় জেমসের বারিধারার বাসায়। এর নিচের অংশে রয়েছে ফেসবুকের লোগো সংবলিত প্রিন্স মোহাম্মদের নাম। জেমস তার এই ভক্তকে কিশোরগঞ্জের প্রিন্স নামে চেনেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রিন্স মোহাম্মদ থাকেন পূর্ব রাজাবাজারে। পাঁচ বছর বয়স থেকে জেমসের গান শোনেন তিনি। দেশের যে কোনো কনসার্টে জেমস আছেন শুনলেই ছুটে যেতেন তিনি। প্রিয় তারকার বাসায় গিয়েও তার সঙ্গে দেখা করেছেন এই তরুণ।
২০০০ সাল থেকে প্রতি বছর জেমসের জন্মদিন উদযাপন করে আসছেন প্রিন্স মোহাম্মদ। কেক কাটার পাশাপাশি দিনভর বন্ধুদের নিয়ে তার গান শোনেন তিনি। এবারও ধুমধাম করে উদযাপনের জন্য পিকআপ সাজালেন।
জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বাংলানিউজকে জানান, প্রিন্স মোহাম্মদের এই উদ্যোগের খবর এরই মধ্যে পৌঁছেছে তাদের কাছে। জেমস বলেছেন, ‘ভক্তরাই আমার জান, ভক্তরাই আমার প্রাণ। ভক্তদের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগে। খুব খুশি হয়েছি ’
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
জেএইচ