ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কিমকে বাথরুমে বেঁধে রেখেছিলো ডাকাতরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
কিমকে বাথরুমে বেঁধে রেখেছিলো ডাকাতরা কিম কারদাশিয়ান

মুখোশধারী ডাকাতদল মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ানকে বন্দুক তাক করে প্যারিসের একটি হোটেল কক্ষের বাথরুমে হাত-পা বেঁধে রেখেছিলো। এরপর তারা কক্ষের ভেতর থেকে লাখ লাখ ইউরো মূল্যের অলঙ্কার ছিনিয়ে নিয়ে যায়।

রোববার (৩ অক্টোবর) দিবাগত রাত তিনটায় (স্থানীয় সময়) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও কিমের মুখপাত্র ইনা ট্রেসিওকাস। বার্তা সংস্থা রয়টার্স বলছে, পাঁচজনের এই ডাকাত দলের প্রত্যেকে ভুয়া পুলিশ সেজে মুখ ঢেকে ঢুকে পড়ে কিমের হোটেল কক্ষে। প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে ৩৫ বছর বয়সী এই তারকা বিলাসবহুল হোটেলটিতে উঠেছিলেন।

পুলিশের সূত্র জানিয়েছে, ডাকাতরা হোটেল কক্ষ থেকে একটি বাক্স চুরি করেছে। এতে ৫০-৬০ লাখ ইউরো মূল্যের স্বর্ণালঙ্কারের পাশাপাশি ছিলো ৪০ লাখ ইউরো দিয়ে কেনা একটি আংটি। বাংলাদেশি মুদ্রায় যা কোটি কোটি টাকা। তারা চলে যাওয়ার পর কিমকে বাথরুম থেকে উদ্ধার করা হয়। এরপরই খবরটি ছড়িয়ে পড়ে বিশ্বময়।

কিমের স্বামী ডাকাতির সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিডৌস মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করছিলেন। স্ত্রী জিম্মি শুনেই হঠাৎ মাঝপথে কনসার্ট ছেড়ে চলে যান তিনি। ভক্তদের উদ্দেশে টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় ৩৯ বছর বয়সী কানইয়ে বলেন, ‘আমি দুঃখিত। জরুরি পারিবারিক কারণে আমাকে অনুষ্ঠানটি বন্ধ করে যেতে হচ্ছে। ’

প্যারিসের ম্যাডেলেইন চার্চের পেছনে অবস্থিত হোটেলটির নির্জন এলাকা সোমবার নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ। এতে প্রবেশের বিভিন্ন গোপন পথ রয়েছে। সাধারণত চলচ্চিত্র ও সংগীতশিল্পীরা এখানে থাকেন। প্রতি রাতের জন্য গুনতে হয় ১৫ হাজার ইউরো।

কিমের মুখপাত্র ইনা প্রাথমিকভাবে দুই মুখোশ পরা বন্দুকধারী হানা দিয়েছেন জানালেও পরে সংখ্যাটা জানা যায় পাঁচ। এমন একজন বিখ্যাত তারকাকে বন্দুক তাক করে ডাকাতি করার ঘটনা প্যারিসে নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা।

এমনিতেই সন্ত্রাসী হামলা হওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাস ৬.৪ শতাংশ পর্যটক কমে গেছে প্যারিসে। এর কারণ অনেক এশীয় ও আমেরিকান সেখানে যাননি।

আরও পড়ুন>>>
* প্যারিসে দুই বন্দুকধারীর হাতে জিম্মি কিম কারদাশিয়ান
* কিমকে জিম্মি করে কোটি টাকার অলঙ্কার ডাকাতি

বাংলাদেশ সময় : ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।