ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবু শাহেদ ইমনের ‘অপদার্থ’ প্রযোজনা করছেন ফারুকী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
আবু শাহেদ ইমনের ‘অপদার্থ’ প্রযোজনা করছেন ফারুকী মোস্তফা সরয়ার ফারুকী ও আবু শাহেদ ইমন

‘জালালের গল্প’র পর আবু শাহেদ ইমন এবার পরিচালনা করতে যাচ্ছেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘অপদার্থ’। এর ইংরেজি নাম ‘অ্যা ফুলিশ ম্যান’! ছবিটিতে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এবারই প্রথম অন্য কারও ছবি প্রযোজনা করতে যাচ্ছেন তিনি।

ফারুকী এর আগে নিজের ছবি ‘টেলিভিশন’ প্রযোজনা করেন। এবার অন্যের ছবি প্রযোজনা করা প্রসঙ্গে বুধবার (৫ অক্টোবর) সকালে তিনি বাংলানিউজকে বললেন, ‘সারা পৃথিবীতে এই সংস্কৃতি আছে যেখানে একজন নির্মাতা অন্য নির্মাতার ছবি প্রযোজনা করে। এই বাস্তবতায় মনে হলো, আমাদেরকে আরও বেশি করে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। এভাবে সবাই মিলে চলচ্চিত্র শিল্পকে আমরা এগিয়ে নিতে পারবো। তাছাড়া এ ছবির গল্পটা আমাকে মুগ্ধ করেছে। এর সম্পর্কে পাঁচ বছর ধরে আমি ওয়াকিবহাল। একটা পর্যায়ে মনে হয়েছে ইমনকে উদ্বুদ্ধ করা যায়। গল্পটাতে এমন একটা বিষয় আছে, যা সাধারণ দর্শককেও টানবে, একই সঙ্গে সমালোচকদের মন ভরাবে। ’

ভারতের গোয়ায় ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (এনএফডিসি) আয়োজিত ‘ফিল্ম বাজার’-এর কো-প্রোডাকশন মার্কেটে চলতি বছরের নির্বাচিত প্রজেক্টের তালিকায় জায়গা করে নিয়েছে ‘অপদার্থ’। গত ৩ অক্টোবর ফিল্ম বাজারের দশম আসরে নির্বাচিত ১৮টি ছবির নাম ঘোষণা করা হয়।

গত এক দশকে দক্ষিণ এশিয়া থেকে যে ছবিগুলো আন্তর্জাতিকভাবে  আলোচিত হয়েছে, অধিকাংশেরই আঁতুড়ঘর ছিল এই ফিল্মবাজার। এ ছাড়া ভারতের স্থানীয় বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে ফিল্মবাজারের প্রজেক্টগুলো। নির্বাচিত ছবির পরিচালক ও প্রযোজকরা আন্তর্জাতিক বিভিন্ন বিক্রয় প্রতিনিধি, ক্রেতা, প্রযোজক বা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি ছবিটি নিয়ে আলোচনা এবং প্রস্তাবনা পেশ করেন ফিল্মমার্কেটে।

আগামী ২০ থেকে ২৪ নভেম্বর ভারতের গোয়ায় সারাবিশ্ব থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সব প্রফেশনালরা আসবেন ফিল্ম বাজারে। প্রতিযোগিতামূলক এই কো-প্রোডাকশন মার্কেটে অংশ নিতে চাইলে চিত্রনাট্য ও ছবির সার্বিক প্রস্তাবনা আগেই জমা দিতে হয়। নির্বাচিত ছবিগুলোর নির্মাতারা মার্কেটের প্রথম দিন ওপেন পিচিং-এর মাধ্যমে প্রফেশনালদের কাছে তুলে ধরার সুযোগ পান।

এবারের আসরে বাংলাদেশের আরেক নির্মাতা রেজোয়ান শাহরিয়ার সুমিতের  ‘দ্য সল্ট ইন আওয়ার ওয়াটারস’ ছবিটিও নির্বাচিত হয়েছে কো-প্রোডাকশন মার্কেটের জন্য। বাংলাদেশের দুটি প্রজেক্ট ছাড়াও নেপালের একটি এবং চীন-নেদারল্যান্ডের একটিসহ মোট চারটি ছবি নির্বাচিত হয়েছে ভারতের বাইরে। বাকি ১৪টি প্রজেক্ট ভারতের।

আবু শাহেদ ইমন তার নতুন ছবি প্রসঙ্গে জানান, ‘জালালের গল্প’র আগেই এর প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তখন নাম ছিল ‘একজন পুলিশের গল্প’ (ইংরেজিতে ‘দ্য টেল অব অ্যা পুলিসম্যান’)। ছবিটির জন্য তিনি ২০১১ সালে বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড থেকে চিত্রনাট্য উন্নয়নের জন্য অনুদান পান। একই বছর তিনি বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেটে অংশ নেন ও সুইডেনের গোটেবোর্গ চলচ্চিত্র উৎসব থেকে সেরা পিচিং-এর জন্য পুরষ্কার পান।

২০১২ সালে চীনের বেইজিং চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অংশ নিয়েছে  ‘অপদার্থ’। সেরা পিচিং-এর জন্য পুরষ্কার পেয়েছে সেখানেও। সম্প্রতি শেষ হওয়া ২০১৬ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরসের ‘ল্যাব’ সেকশনে ছবিটি নিয়ে অংশ নেন এই তরুণ নির্মাতা।

বাংলাদেশ সময় : ১০২৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।