ভারতের জয়পুরকে বলা হয় উৎসবের শহর। এবার এখানে চালু হচ্ছে লাইব্রেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
উৎসবটিতে জমা পড়েছিলো ৩৫টি দেশের ৩০৩টি ছবি। এর মধ্যে ১৩টি দেশের ২১টি ছবির প্রদর্শনী হবে। বুধবার (৫ অক্টোবর) এ ঘোষণা দেওয়া হয়। পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ‘সাবিনা কে’, সার্বিয়ার ‘এনক্লেভ’ ও জার্মানির ‘পায়ো’।
এ ছাড়া ২টি প্রামাণ্যচিত্র, ১০টি স্বল্পদৈর্ঘ্য ও চারটি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি। মনোনীত ছবির মধ্যে ছয়টি ভারতের, বাকি ১৫টি অন্যান্য দেশের। রাজস্থানের স্বল্পদৈর্ঘ্য ছবি আছে তিনটি। দশজনের বিশেষজ্ঞ নির্বাচক বোর্ড ছবিগুলো বাছাই করেছে।
গোলচা সিনেমায় এ আয়োজনের ছবিগুলো দেখা যাবে www.jiffindia.org ওয়েবসাইটে বিনামূল্যে নাম নিবন্ধনের মাধ্যমে। দর্শকরা নিজেদের পছন্দে সেরা ছবি নির্বাচনের সুযোগ পাবেন। তাদের রায়ে দেওয়া হবে অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড।
ভারত-পাকিস্তানসহ গোটা বিশ্বে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কথা বিবেচনা করে বিশ্বশান্তির প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন। উৎসবের প্রতিষ্ঠাতা হানুরোজ ই-মেইল বার্তায় বাংলানিউজকে জানান, নির্বাচিত বেশ কয়েকটি ছবিতে বিশ্বশান্তি, যুদ্ধ ও সংহতির বার্তা রয়েছে।
জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ট্রাস্ট ও জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-জেআইএফএফ যৌথভাবে বিশ্বের বৃহত্তম ও নিরাপদ চলচ্চিত্র লাইব্রেরি গড়ার পরিকল্পনা করেছে। এজন্যই নতুন উৎসবটির নামে লাইব্রেরি রয়েছে।
বাংলাদেশ সময় : ১৩০১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
জেএইচ