এক লেখকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে রশীদ। লেখক টাকার বিনিময়ে রশীদের কাছে তার জীবনের গল্প শুনতে চায়।
নিজের ছেলেবেলা, পাচারকারীদের হাতে ছোট বোনের হারিয়ে যাওয়া, ময়না নামের একমাত্র কন্যার মৃত্যুর কারণ; সবই বলে সে। পরী নামের ফুলের মতো বউয়ের দারিদ্র আর অসহায়ত্বের কাহিনী, চাকরিদাতা লম্পট মালিক, এলাকার চেয়ারম্যান আর সাধুবেশি মানুষগুলো তার প্রতি যে নির্মম অবিচার করেছে সেই গল্পও শোনায়। লেখক অবাক ও ব্যথিত হন।
‘নিশিপুত্র’ টেলিছবির কাহিনি এটি। এতে রশীদ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। রশীদের স্ত্রীর ভূমিকায় আছেন মৌটুসী বিশ্বাস। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আজাদ আবুল কালামকে।
টেলিছবিটি লিখেছেন ইকবাল হোসাইন, পরিচালনা করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘নিশিপুত্র’।
বাংলাদেশ সময় : ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
জেএইচ