তিনটি গান নিয়ে নিজের তৃতীয় একক অ্যালবাম সাজালেন সংগীতশিল্পী সুমন কল্যাণ। নাম ‘সুইসাইড নোট’।
এ প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখার ভক্ত আমি। শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই অ্যালবামটি উৎসর্গ করেছি তাকে। ’ শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এটি বাজারে এনেছে লেজার ভিশন।
অ্যালবামের গানগুলোর শিরোনাম ‘সুইসাইড নোট’, ‘আরো কিছু কবিতা’ এবং ‘আমি চলে গেলে’। এসবের কথা লিখেছেন ইমতিয়াজ ইকরাম, সেজুল হোসেন ও সোমেশ্বর অলি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এগুলোর সুর-সংগীত করেছেন সুমন কল্যাণ নিজেই।
‘সুইসাইড নোট’ প্রসঙ্গে সুমন কল্যাণ আরও বলেন, ‘আমার গানের নিজস্ব একটা ধাঁচ আছে। সেটা বজায় রেখেই গানগুলো করেছি। গীতিকাররা খুব যত্ন নিয়ে কথা সাজিয়েছেন। তাদের কথার সঙ্গে সুর ও সংগীতায়োজনের সমন্বয় ঘটাতে চেষ্টা করেছি। ’
বাংলাদেশ সময় : ১০২২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ