দরিদ্র মা আয়েশার একমাত্র সম্বল ছয় বছরের পুত্রসন্তান রাকিব। সংসার ও ছেলের স্কুলের খরচ চালাতে একটা ধানের আড়তে দিনরাত কাজ করেন তিনি।
একদিন আড়তের লম্পট মালিক কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হন আয়শা। ঘৃণা আর কষ্টে আত্মহত্যা করতে গিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে পিছিয়ে আসেন তিনি।
আয়েশা কয়েকটি সেলাই মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন। রাকিব একসময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তার পরীক্ষার ফল বেরোনোর দিনই আয়েশা বুকে ব্যথা উঠে মারা যান।
মা-ছেলের হৃদয়ছোঁয়া গল্পটি ‘জননী’ নাটকের। এতে নাম ভ‚মিকায় অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি এবং রাকিব চরিত্রে দুটি চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।
‘জননী’ লিখেছেন দ্রুপদী রিপন, পরিচালনায় বাউল আতিকুর রহমান। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময় : ২০২৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ