ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন প্রজন্মের ভাবনা নিয়ে ‘থার্ড জেনারেশন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
তিন প্রজন্মের ভাবনা নিয়ে ‘থার্ড জেনারেশন’ ‘থ্রিজি’ নাটকের অভিনয়শিল্পীরা

থ্রিজি হলো মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা। কিন্তু এখানে ‘থ্রিজি’ মানে তিন প্রজন্ম (থ্রি জেনারেশন)।

তিন প্রজন্মের তিন রকমের ভাবনা নিয়ে সাজানো হয়েছে ধারাবাহিক নাটক ‘থার্ড জেনারেশন’।

গল্পের মূল তিন চরিত্রের নামের ইংরেজি অদ্যাক্ষরও ‘জি’। এতে গিয়াস, গণি ও গাউস চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সৈয়দ হাসান ইমাম, মাহমুদুল ইসলাম মিঠু ও অ্যালেন শুভ্র। এ ছাড়াও আছেন সালমান মুক্তাদির, ফারুক আহমেদ, মুনিরা মিঠু, টয়া, সাফা কবির, মুসাফির সৈয়দ বাচ্চু, জয়নাল জ্যাক, আনন্দ, সোমা, মুনিয়া প্রমুখ।

পরিচালক জয়ন্ত রোজারিও জানালেন, এ ধারাবাহিকে নয়া গতিময় জীবন আর সময়ের গল্প রয়েছে। ‘থ্রিজি’ লিখেছেন নাট্যকার গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘তিন প্রজন্মের মানসিক দ্বন্দ্বকেই প্রাধান্য দেওয়া হয়েছে এতে। ’

‘থ্রিজি’ তৈরি হয়েছে টম ক্রিয়েশন্সের প্রযোজনায়। এশিয়ান টিভিতে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি।

* ‘থ্রিজি’র প্রোমো :

বাংলাদেশ সময় : ২০২৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।